একসাথে রোম্যান্স করলেন নিরাহুয়া, মোনালিসা এবং আম্রপালির সাথে, সেই ভিডিও ভাইরাল

Published By: Khabar India Online | Published On:

ইউটিউব খুব জনপ্রিয় একটি বিনোদনের জিনিস হয়ে উঠেছে ভোজপুরি গানে। বিশেষ করে নিরাহুয়ার গান রোজ সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়।

সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ এই গান শুনতে পছন্দ করেন। দিনেশ লাল যাদব কে তার ভক্তরা রীতিমতো যেন ঘিরে ধরেন যেখানেই তাদেরকে দেখা যায়। ভোজপুরি ইন্ডাস্ট্রিতে তিনি সবথেকে জনপ্রিয় তারকাদের মধ্যে একজন।

আরও পড়ুন -  MP Dev: ল্যাপটপের ব্যবস্থা করে দিলেন অভিনেতা ও সাংসদ দেব

তিনি ভোজপুরি ইন্ডাস্ট্রিকে একার হাতে টেনে নিয়ে গিয়েছেন। প্রায় সকলে জানে। আগেকার দিনে ভোজপুরি ছবির বেশিরভাগ শুটিং ভারতে হলেও এখন কিছুদিন ধরেই বিদেশেও শুটিং শুরু করেছে।

ভোজপুরি সিনেমার বাজেট খুব একটা বেশি থাকে না। কিন্তু ভোজপুরি সিনেমার দর্শক বেশ ভালো পরিমানেই আছে। সম্প্রতি একটি নতুন ভোজপুরি গান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। গানটির নাম হলো মাথা ফেল হো গেইল। এই ভিডিওটি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই ভিডিওটি দেখছেন ও শেয়ার করছেন।

আরও পড়ুন -  Durga Pujo: দূর্গাপুজো নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে হাইকোর্ট

এই গানের ভিডিওটি চিত্রায়িত হয়েছে ভোজপুরি অভিনেত্রী মোনালিসা আম্রপালি দুবে ও ভোজপুরি অভিনেতা নিরহুয়ার উপরে। এই দুই অভিনেত্রীর মধ্যে তিনি যেন একেবারে আটকে পড়েছেন। গানটিতে যে পরিমাণে রোমান্স দেখানো হয়েছে, হয়তো অন্যান্য কোন গানে দেখতে পাবেন না।

আরও পড়ুন -  মানিকচকের গঙ্গায় তলিয়ে যাওয়া আটটি লরির এখনো সন্ধান মিলে নি

গানটি রাজাবাবু সিনেমাটি থেকে নেওয়া হয়েছে। এরমধ্যেই লক্ষ লক্ষ মানুষ এই গানটি দেখে ফেলেছেন। এখনো পর্যন্ত প্রায় গানটিতে ৭০ মিলিয়নের বেশি ভিউ হয়েছে। গানটি গেয়েছেন কল্পনা অলক কুমার ও খুশবু জৈন।