‘অনুরাগের ছোঁয়া’য় মোক্ষম টুইস্ট, TRP টানতে

Published By: Khabar India Online | Published On:

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকগুলির মধ্যে গত নভেম্বর অবধি সেরার সেরা ছিল। বিগত কয়েক মাস টিআরপি তালিকার সিংহাসনে ছিল এই ধারাবাহিক। বলতে গেলে দর্শকদের মনের বৈকুণ্ঠে রয়েছে সূর্য ও দীপার খাট্টা-মিট্ঠা প্রেম ময় কাহিনী।

কয়েকমাস আগেই বাংলা টিভি পর্দায় এক বছরের যাত্রাপথ গড়ে ফেলেছে ‘অনুরাগের ছোঁয়া’। এখন যেখানে বাংলা ধারাবাহিকের দীর্ঘ যাত্রাপথ যেন দেখাই যায়না, সেখানে এই ধারাবাহিক বেশ ভালো পারফর্ম এ রয়েছে। কিছু কিছু ধারাবাহিক মাঝপথে বন্ধ করে দেওয়া হলেও জমাটি গল্প নিয়ে দীর্ঘ যাত্রাপথ পূর্ন করেছে এই সিরিয়ালটি।

আরও পড়ুন -  বাড়ির দেওয়ালে জল দেওয়াকে কেন্দ্র করে আক্রান্ত হলেন এক গৃহবধূ

কিন্তু এই সিরিয়ালের জনপ্রিয়তা যে দিন দিন কমছে তা নির্মাতা থেকে দর্শকরা সকলের কাছেই এমন অজানা বিষয় নয়। বিগত সময়ে বেশ কয়েকবার টিআরপি তালিকার সিংহাসন হারাতে হয়েছে সূর্য এবং দীপার এই প্রেম কাহিনীকে। চলতি সপ্তাহেও ঘটেছে তেমনটাই।

এবার সবাইকে টপকে এক্কেবারে টেবিল টপার হয়েছে ‘ফুলকি’ সিরিয়ালটি। সেখানে ‘অনুরাগের ছোঁয়া’কে যুগ্মভাবে দ্বিতীয় স্থানেই থাকতে হচ্ছে।

আরও পড়ুন -  Rajiv Banerjee: সবুজ পাঞ্জাবি পরেই সবুজ শিবিরে যোগ, রাজীব বন্দ্যোপাধ্যায়ের

সেই কারণে বলাই যায় যে, এই সিরিয়ালের জনপ্রিয়তা কমের দিকে।

এখন সিরিয়ালের গল্পকে দায়ী করছেন অনেকেই। এই ধারাবাহিকের গল্পের গতি যেমন কমেছে, তেমনই সূর্য এবং দীপার মতো দুই কেন্দ্রীয় চরিত্রের মাঝে অভিমানের কারণে তৈরি হওয়া দূরত্বকেও দায়ী করছেন অনেকে। এই একঘেঁয়েমি যে বেশিদিন স্থায়ী হবেনা তার অভাষ মিলতে শুরু হয়েছে।

সেই জন্য এবার গল্পে নতুন মোড় আনবেন নির্মাতারা, তেমনই আবার নতুন কিছু চরিত্রের আগমনও ঘটবে এই ধারাবাহিকে। এইসব কারণেই আবার দর্শক টানতে উদ্যোগী হচ্ছেন নির্মাতারা।

আরও পড়ুন -  গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণের ৭৭.৭ শতাংশই হয়েছে মহারাষ্ট্র, পাঞ্জাব, কর্ণাটক, গুজরাট এবং মধ্যপ্রদেশে

এবার দীপার বাল্যবয়সের বন্ধু হিসেবে এই সিরিয়ালে এন্ট্রি নিয়েছেন অভিনেতা অর্জুন চক্রবর্তী। এর জন্য গল্পেও নতুন এক টুইস্ট আনা হয়েছে বলে জানা গেছে। জানা গেছে যে, অর্জুনের মায়ের এক গুপ্ত বিষয় এবার সামনে আনা হবে। অর্জুনের মা পৃথা আসলে সূর্যের মা লাবণ্য গুপ্তের বোন। তাঁদের দুজনের দেখা হবে অতি শীঘ্রই। আর তারপরেই তাদের স্মৃতিচারণ ঘটবে।