প্রতিনিয়ত গরু চুরির প্রতিবাদে তুফানগঞ্জ ভাটিবারি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃ   গ্রামে প্রতিনিয়ত গরু চুরির প্রতিবাদে তুফানগঞ্জ ভাটিবারি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির। বিজেপি তুফানগঞ্জ ১ নং মন্ডলের পক্ষ থেকে ধলপল বাজারে এই অবরোধ করা হয়।

আরও পড়ুন -  ১৭ দিনের যুদ্ধ জয়ী করে আজ প্রায় সাত মাস পর বাড়ি ফিরছে মানিক তালুকদার

এ বিষয়ে বিজেপি এক নং মন্ডল সভাপতি যুগল কিশোর দাস বলেন ধলপল ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় একের পর এক বাড়ি থেকে গরু চুরি যাচ্ছে। প্রশাসনকে বারংবার জানানো হয়েছে তারপরও এই গরু চুরি বন্ধ করতে পারছে না প্রশাসন। তারই প্রতিবাদে আজ তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের ধলপল ১ গ্রাম পঞ্চায়েতের ধলপল।

আরও পড়ুন -  Attacked Journalist: খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক, দেখতে আসলেন তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস

ধলপল বাজারে তুফানগঞ্জ ভাটিবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হলো। প্রায় ১ এক ঘন্টা ধরে চলে এই অবরোধ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ পরবর্তীতে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।

আরও পড়ুন -  Viral Video: জাহ্নবীকে টেক্কা এই সুন্দরী যুবতী, ‘নাদিও পাড়’ গানে, প্রশংসা নেটমহলের