মালদায় বোন ফোঁটা

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ   ক্যালেন্ডারে ভাইফোঁটার উল্লেখ থাকলেও বোন ফোঁটার কোন উল্লেখ নেই, তাহলে কি বোনেদের মঙ্গল কামনা করা যাবে না?

তাই এবারে মালদায় বোন ফোঁটার আয়োজন করা হলো।

আরও পড়ুন -  এক গৃহবধূর অসহায়তার সুযোগ নিলেন ডাক্তার, বিনামূল্যে দেখুন এই শর্ট ফিল্ম

বোনরে তোর বাড়ুক আয়ু, জীবন যমে পড়ুক কাঁটা,শাস্ত্রগুরু চোখ রাঙ্গালেও, বোনরা দিক বোনকে ফোঁটা, এই মন্ত্র উচ্চারণ সহকারে বোনেদের মঙ্গল কামনায় মালদায় আয়োজিত হল বোন ফোঁটা।

আরও পড়ুন -  বিহারের গঙ্গাঁর ঘাটে উদ্ধার হয়েছিল শতাধিক দেহ, তাই বাংলার প্রশাসন সতর্ক আছে

মালদা শহরের নজরুল সরণী সংলগ্ন মালদা উঠোনে আয়োজন করা হয় বোন ফোঁটার।

বিভিন্ন বয়সের মহিলারা একত্রিত হয়ে আজ বোন ফোঁটার আয়োজন করেন।

শঙ্খ বাজিয়ে নিয়ম নিষ্ঠার সঙ্গে মহিলারা পালন করেন বোন ফোঁটা।

আরও পড়ুন -  Alok Rajoria: পুলিশ সুপার অলোক রাজোরিয়া, পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে মিষ্টি বিলি করলেন

তাদের নিজেদের তৈরি মন্ত্র উচ্চারণ করে ফোটা দেন তারা। জানা গেছে এই বছর এই বোন ফোঁটা চার বছরে পড়ল।