খয়রাশোল ভীমগড় ইসকনে রাধাগোপীনাথের রাসযাত্রা উৎসব, প্রস্তুতি তুঙ্গে

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ  খয়রাশোল ভীমগড় ইসকনে রাধাগোপীনাথের রাসযাত্রা উৎসব, প্রস্তুতি তুঙ্গে।

দুর্গাপুর ইসকনের পরিচালনায় বীরভূম জেলার খয়রাশোল থানার ভীমগড় ভক্তিবেদান্ত ভোকেশনাল ট্রেনিং সেন্টার ও গীতা স্টাডি সার্কেলের আয়োজনে, রাধাগোপীনাথের রাসযাত্রা উপলক্ষে আগামীকাল শুক্রবার 24/11/2023 তারিখ থেকে 27/11/2023 পর্য্যন্ত রয়েছে চারদিনের নানান অনুষ্ঠান।মন্দির চত্বরে চলছে জোড়কদমে প্রস্তুতি। আগামীকাল শুক্রবার বৈকালে ঢাক,ঢোল, শঙ্খ,ঘন্টা, কাঁসর সহযোগে তারকব্রহ্ম নাম গাইতে গাইতে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পরিক্রমা। সন্ধ্যা ৭ টায় ভজন কীর্তন ও প্রবচন।

আরও পড়ুন -  Qatar World Cup: মানতে হবে নিয়ম, কাতার বিশ্বকাপ দেখতে গেলে

25/11/2023 তারিখ থেকে 27/11/2023 তারিখ পর্য্যন্ত ভোরে মঙ্গলারতি, জপের ক্লাস,প্রবচন, ছাড়াও ভজন কীর্তন, সন্ধারতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে চলবে অন্যান্য অনুষ্ঠান। 27/11/2023 তারিখ দুপুরে উপস্থিত সকল ভক্তদের জন্য থাকবে সুস্বাদু প্রসাদ বিতরণ।

আরও পড়ুন -  একাধিক নদীতে জলস্ফীতি

রাসযাত্রা উপলক্ষে চারদিনের অনুষ্ঠানে শ্রীধাম মায়াপুর থেকে প্রভূজীদের উপস্থিতি ছাড়াও বীরভূম,পশ্চিম বর্ধমান, বাঁকুড়া সহ অন্যান্য জেলার বহু ভক্তজনেরা উপস্থিত থাকবেন। সেবকপতি মাধব দাস জানান 27/11/2023 তারিখ দুপুরে প্রায় 20থেকে 22 হাজার ভক্তদের মধ্যে সুস্বাদু প্রসাদ বিতরণ করা হবে।

আরও পড়ুন -  Weather: ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, জানিয়েছে আবহাওয়া দফতর