Bank Holiday in December: ১৮ দিন বন্ধ থাকবে ব্যাংক ডিসেম্বরে, ছুটির সম্পূর্ণ ক্যালেন্ডার জেনে নিন।
ব্যাংকের কোন কাজ থাকে আপনার, এই মাসের মধ্যে সেরে ফেলুন কেননা আগামী ডিসেম্বর মাসে ব্যাংক ১৮ দিনের জন্য বন্ধ থাকবে। ডিসেম্বরে ব্যাংকে যেতে হয় তাহলে আগে থেকে ছুটির তালিকা দেখে নিন।
সব রাজ্যে যদিও ১৮ দিনের জন্য ব্যাংক বন্ধ নেই, কিন্তু সব মিলিয়ে আর বি আই এর ছুটির তালিকা অনুযায়ী ১৮ দিনের জন্য ব্যাংক বন্ধ রয়েছে সারা ভারতে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ওয়েবসাইট অনুসারে চলুন দেখে নেওয়া যাক।
১ ডিসেম্বর ২০২৩, এই দিন রাজ্য উদ্বোধন দিবসের কারণে অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ড এই দুটি রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে।
৩ ডিসেম্বর ২০২৩, ব্যাংক বন্ধ থাকবে রবিবার হওয়ার জন্য।
৪ ডিসেম্বর ২০২৩, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার উৎসবের জন্য গোয়াতে ব্যাংক বন্ধ থাকবে।
৯ ডিসেম্বর ২০২৩, দ্বিতীয় শনিবার হওয়ার কারণে ব্যাংক বন্ধ থাকবে।
১০ ডিসেম্বর ২০২৩, রবিবার হওয়ার জন্য ব্যাংক বন্ধ।
১২ ডিসেম্বর ২০২৩, মেঘালয় ব্যাংক বন্ধ থাকবে পা-টগান নেংমিঞ্জা সাংমার কারণে।
১৩ ডিসেম্বর ২০২৩, লোসুং/নামসুং এর জন্য সিকিমে ব্যাংক বন্ধ থাকবে।
১৪ ডিসেম্বর ২০২৩, লোসুং/নামসুং এর কারণে সিকিমে ব্যাংক বন্ধ।
১৭ ডিসেম্বর ২০২৩, রবিবারের কারণে থাকবে ছুটি।
১৮ ডিসেম্বর ২০২৩, মেঘালয় ইউ সোসো থামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্যাংক ছুটি।
১৯ ডিসেম্বর ২০২৩, গোয়া মুক্তি দিবসের জন্য গোয়াতে ব্যাংক ছুটি।
২৩ ডিসেম্বর ২০২৩, চতুর্থ শনিবার হওয়ার জন্য সারা ভারতে ব্যাংক ছুটি থাকবে।
২৪ ডিসেম্বর ২০২৩, রবিবার হবার দরুন সারা ভারতে ব্যাংক ছুটি থাকবে।
২৫ ডিসেম্বর ২০২৩, বড়দিন/ ক্রিসমাস থাকার কারণে সারা দেশে ব্যাংক বন্ধ।
২৬ ডিসেম্বর ২০২৩, মিজোরাম, নাগাল্যান্ড ও মেঘালয়ে ক্রিসমাস উদযাপনের জন্য ব্যাংক বন্ধ থাকবে।
২৭ ডিসেম্বর ২০২৩, ক্রিসমাস থাকার কারণে নাগাল্যান্ডে ব্যাংক বন্ধ।
৩০ ডিসেম্বর ২০২৩, ইউ কীয়াং নাংবাহর জন্য মেঘালয় রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে।
৩১ ডিসেম্বর ২০২৩, রবিবার থাকার কারণে সারা ভারতে ব্যাংক ছুটি।