Chhath Puja Song: ছট উৎসবে এই গানটি হবেই, দেখুন জনপ্রিয় গানের ভিডিও

Published By: Khabar India Online | Published On:

Chhath puja song: ভারতের বড় উৎসব হলো ছট পুজো। সূর্য দেবতা ও ষষ্ঠী মাতাকে উৎসর্গ করে পুজো করেন মানুষরা। এই ছট পুজোর নিয়ম কানুন খুবই কঠিন। উপবাস পালনকারী ভক্তদের ৩৬ ঘন্টা নির্জলা উপবাস থাকতে হবে।

ছট পুজোর সময় এমন কি জল খাওয়া যায় না। নিয়ম বেশ শক্ত। ছট পুজোর একটা নিজস্ব আনন্দ আছে।

এ বছর ১৭ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ছট পুজো ও আগামী ২০ নভেম্বর ২০২৩ পর্যন্ত চলবে ছট পুজো। সূর্য ও ছট মাতার উপবাস করে যদি আপনি এই পুজো করেন তাহলে সকল দুঃখ কষ্ট দূর হয়।

আরও পড়ুন -  দেওর মরিয়া হয়ে উঠেছে বৌদিকে কাছে পেতে, ঘর বন্ধ করে দেখবেন ওয়েব সিরিজটি

এই উৎসব মূলত বিহার ও উত্তরপ্রদেশের এই ছট পুজোর চল রয়েছে। এইসব জায়গায় খুব আড়ম্বর ও প্রদর্শনীর সাথে ছট পুজো পালন করা হয়। শিশুদের জন্য এই পুজো করেন সবাই। নারী ও পুরুষ সবাই এই পুজো করতে পারেন।

আরও পড়ুন -  Amisha Patel: ৪৫ বছর বয়স,এখনও শরীরের জাদু, আমিশা প্যাটেল

ভোজপুরি দুনিয়ায় ছট পুজো উপলক্ষে বেশ কিছু নতুন নতুন গান প্রকাশিত হয়। আবার সাথে সাথে বেশ কিছু পুরনো গান এখনো মানুষের মনে একটা জায়গা করেছে। সারদা সিনহা ছট উৎসবের জন্য কিছু গান করেছেন।

গান ছাড়া ছট পুজো যেন একেবারে অসম্ভব। কেলোয়া কে পাত পার গানটি হল এরকমই একটি ছট পুজো উপলক্ষে গাওয়া গান। গানটি সম্প্রতি ইউটিউবে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। এই ছট পুজো আসার এই আমেজটা এসেছে, সেই থেকেই ইউটিউবে এই গানটি জনপ্রিয়তা পেয়েছে।

আরও পড়ুন -  ঘনিষ্ঠ দৃশ্যে ভরপুর এই সিরিজটি, বাচ্চাদের সামনে ভুলেও দেখবেন না

টি সিরিজ ভক্তি সাগর ইউটিউব চ্যানেলে এই গানটি আপলোড করা হয়েছে। এই পর্যন্ত ৫ কোটি ৯৭ লক্ষ্য মানুষ এই গানের ভিডিওটি দেখেছেন। ২০১৮ সালের ১৩ নভেম্বর এই গানের ভিডিওটি আপলোড করা হয়েছিল।