শিলিগুড়িতে মাটির প্রদীপের চাহিদা নেই, তবুও ব্যবসায়ীরা আশা রাখছেন বিক্রি হবে

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ   শিলিগুড়িতে মাটির প্রদীপের চাহিদা নেই তবুও ব্যবসায়ীরা আশা রাখছেন বিক্রি হবে।

আর কয়েকদিন বাকি তারপর আলোর উৎসব দীপাবলি ও শ্যামা পুজো। তার আগে অবশ্য রয়েছে ১৪ প্রদীপ। আজ থেকে দশ বছর আগেও মাটির প্রদীপের চাহিদা ছিল তুঙ্গে, শিলিগুড়িতে রীতিমতো কালীপুজোর সময় মাটির প্রদীপের চাহিদা আরো বেড়ে যেত। মাটির প্রদীপ কিনবার জন্য রীতিমতো লাইন পড়ে যেত দোকানগুলিতে।

আরও পড়ুন -  শ্যুটিংয়ে নেই কোনো নিরাপত্তা, টলিপাড়ার সচেতনতা নিয়ে প্রশ্ন তুললেন ‘শ্রীময়ী’ অর্থাৎ ইন্দ্রানী হালদার, করোনা নিয়ে

তবে এখন সময় বদলে সে যুগ বদলেছে সেই রকম আর চাহিদা নেই। এলইডি লাইট টুনি লাইটের জন্য মাটির প্রদীপ এর চাহিদা তলানিতে। তবে অন্যান্য বছরের মতো এই বছরের শিলিগুড়িতে ভালো বিক্রির আশায় প্রদীপের দোকান নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। শিলিগুড়ির বিধান মার্কেট সহ বিভিন্ন বাজার গুলিতে দেখা যাচ্ছে মাটির প্রদীপ বিক্রি করতে ব্যবসায়ীদের। তবে এই বিষয়ে এক ব্যবসায়ীকে জিজ্ঞেস করলে তিনি জানান, আগের মত আর চাহিদা নেই মাটির প্রদীপের।

আরও পড়ুন -  Myanmar: মুক্তি দিলো মিয়ানমার, প্রাক্তন রাষ্ট্রদূতসহ ৬ হাজার বন্দিকে

বিক্রি যতটা হওয়া উচিত সেই অর্থে হচ্ছে না। এছাড়া তিনি আরো জানিয়েছেন দোকানের সংখ্যা বেড়ে গেছে যার কারণে ও বিক্রিতে ভাটা পড়েছে।তবুও ব্যবসার তাগিদে রুজি রোজগারের তাগিদে আশা করছেন কালীপুজোর আগে ভালোই বিক্রি হবে প্রদীপের।

আরও পড়ুন -  ভরপুর উদ্যম নাচ একদল নারীর ‘ললিপাপ লাগেলু’ গানে, নেটভক্তরা এই দেখে পাগল – DANCE VIDEO