বিরাট কোহলি দামি ঘড়ি ব্যবহার করেন বিশ্বের, এই বিশেষ ঘড়ির দাম জেনে নিন

Published By: Khabar India Online | Published On:

এখন বিশ্ব ক্রিকেটে সফলতম ক্রিকেটারের তালিকা তৈরি করা হয়, তাহলে শীর্ষে অবশ্যই স্থান পাবে বিরাট কোহলির নাম। তাঁর কঠোর পরিশ্রম ও অক্লান্ত অনুশীলনের মাধ্যমে ক্রিকেটের ইতিহাসে “রান মেশিন” হিসেবে পরিচিতি লাভ করেছেন।

অবাক হবেন, বিরাট কোহলির ফ্যান ফলোইং দেখে অলিম্পিকসের মত খেলার আসরে যুক্ত করা হয়েছে ক্রিকেটের টুর্নামেন্ট। বিশ্ব ক্রিকেটে এমন কোন রেকর্ড নেই, যে রেকর্ডে ভাগ বসাননি বিরাট কোহলি।

আরও পড়ুন -  আধার কার্ডের সাথে রেশন কার্ডের eKYC সময়সীমা বাড়ল

বিশ্ব ক্রিকেটে ব্যাট হাতে রাজত্ব করা এই ক্রিকেটারের লাইফ স্টাইলও বেশ রাজকীয়। পৃথিবীর সবচেয়ে দামি জল পান করার রেকর্ড রয়েছে বিরাট কোহলির নামে। সাথে পৃথিবীর বিখ্যাত কোম্পানির গাড়ির কালেকশনের কথা সবারই জানা। জানলে অবাক হবেন, তাঁর সংগ্রহে আছে কোটি টাকা মূল্যের একাধিক গাড়ি।

আরও পড়ুন -  টিম ইন্ডিয়ার নতুন অধিনায়কের নাম ঘোষিত হল, বিশ্রামে পান্ডিয়া-কোহলি– IND vs AUS

আপনারা কি জানেন? গাড়ির পাশাপাশি বিরাট কোহলির আরও একটি শখ আছে। পৃথিবীর বিখ্যাত কোম্পানির ঘড়ি পড়তে ভালোবাসেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। তাঁর সংগ্রহে কোটি টাকা মূল্যের একাধিক ঘড়ি আছে।

বলে রাখি, বিরাট কোহলির সংগ্রহে সবচেয়ে দামি ঘড়ি হিসেবে রয়েছে রোলেক্স ডেটোনা রেইনবো গোল্ড। এই মুহূর্তে বাজার মূল্য ৫ কোটি টাকা। বিরাটের কাছে পাটেক ফিলিপ নামে একটি বড় কোম্পানির একটি ঘড়ি রয়েছে যা নীতা আম্বানি ও অনন্ত আম্বানির মতো ব্যক্তিরা ব্যবহার করে থাকেন।

আরও পড়ুন -  IND vs SA: ইতিহাস গড়বেন কোহলি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ব্যাটসম্যান হিসেবে অর্জন করবেন এই কীর্তি বিশ্বের প্রথম

বলে রাখি, এই ঘড়ি গুলি কোম্পানি থেকে অর্ডার করে তৈরি করে নেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি।

ছবিঃ সংগৃহীত।