কিছুদিন ধরেই উত্তর ও দক্ষিণ কলকাতায় বাজারগুলোতে চীনা রসুন বিক্রি হচ্ছে

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ   বেশ কিছুদিন ধরেই উত্তর ও দক্ষিণ কলকাতায় বাজারগুলোতে চীনা রসুন বিক্রি হচ্ছে এই চীনা রসুন থেকে মানুষের মরন রোগ ক্যান্সারে আক্রান্ত হতে পারে। তাই টাস্ক ফোর্স আধিকারিকরা, ব্যবসায়ীদের চীনা রসুন বিক্রি করতে বারণ করছেন।

শহর কলকাতা জুড়ে যেভাবে পেঁয়াজের দাম বৃদ্ধি হয়েছে। তার জন্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৈরি করা টাস্ক ফোর্স কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে বিভিন্ন বাজারে হানা দেয়। গত এক সপ্তাহ ধরে উত্তর ও দক্ষিণ কলকাতার বাজারগুলোতে পরিদর্শন করেন টাস্ক ফোর্স আধিকারীরা। বেশ কিছুদিন ধরে দক্ষিণ কলকাতার কলেজ স্ট্রিট মার্কেটে পেঁয়াজের দাম নিয়ে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে আজ সকালে আজ সকালে কলেজ স্ট্রিট বাজারে হানা দেয় টাস্ক ফোর্স আধিকারীরা।

আরও পড়ুন -  ডানকুনি পৌরসভার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বাধীনতা দিবস পালন

পিঁয়াজের দাম ৬০ টাকায় কিলো বিক্রি হচ্ছে। সেই দাম কেউ নিয়ন্ত্রণ করা নির্দেশ দিলেন টাস্ক ফোর্স মেম্বার রবীন্দ্রনাথ কোলে। পাইকারি বাজারে আজ পেঁয়াজের দাম ৩৭ এবং ৪৫ টাকা কিলো। তাই দামটাকেও আরো নিয়ন্ত্রণ করার আরো নিয়ন্ত্রণ করার কথা বললেন পিঁয়াজ ব্যবসায়ীদের রবীন্দ্রনাথ কোলে।

আরও পড়ুন -  কোভিড-১৯ মহামারীর প্রেক্ষিতে ২০১৯এর সিভিল সার্ভিস পরীক্ষার পার্সোনালিটি টেস্টের ইন্টারভিউ শুরুর বিশেষ উদ্যোগ নিয়েছে ইউপিএসসি

বাইট – রবীন্দ্রনাথ কোলে।