Virat Kohli: বিস্ময়কর প্রতিক্রিয়া অনুষ্কা শর্মার কোহলির জন্মদিনে, অভিনেত্রীর কর্মকান্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

Published By: Khabar India Online | Published On:

একদিনের ক্রিকেটে রাজত্ব করেছেন বিরাট কোহলি গতকাল কলকাতার ইডেন গার্ডেন্সের ব্যাট নিয়ে। তাঁর নিজের ৩৫তম জন্মদিনে দেশকে উপহার দিয়েছেন শত রানের ইনিংস। এর ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে একাধিক রেকর্ড সৃষ্টি করেছে টিম ইন্ডিয়া।

বলে রাখি, এখন ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলি একমাত্র ক্রিকেটার, যিনি বিশ্বকাপের মঞ্চে নিজের জন্মদিনে শতরানের ইনিংস খেলেছেন। উল্লেখ্য, বিনোদ কুম্বলে ও শচীন টেন্ডুলকারের নামে জন্মদিনে একদিনের ক্রিকেটে শত রানের ইনিংস খেলার রেকর্ড আছে।
গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিরাট কোহলির ব্যাটিং নিয়ে তাণ্ডব করে দিলেন উপস্থিত প্রায় ৭০ হাজার দর্শকের সামনে।

আরও পড়ুন -  UK: সংক্রমণে আবারও রেকর্ড যুক্তরাজ্যে

ক্রিকেটের ঐতিহাসিক স্টেডিয়ামে বিরাট কোহলির পারফরমেন্স দেখে আনন্দে আপ্লুত ভক্তরা। ঐতিহাসিক গ্রাউন্ডে ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকারের বিস্ময়কর রেকর্ড ছুঁয়ে ফেলেছেন রান মেশিন বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে দুজনেরই শতকের সংখ্যা ৪৯ হলো।

বিশ্বকাপের বিশাল মঞ্চে শত রানের ইনিংস, তাও আবার জন্মদিনে? এ যেন স্বপ্ন। বিরাট কোহলির এমন সাফল্যের পর ক্রিকেটের সমস্ত মহল থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো হচ্ছে। এর মধ্যে বলিউড অভিনেত্রী মানে বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মার শুভেচ্ছা বার্তা বিশেষ কারণে রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন -  ভাড়া দেওয়া হয় নিজের বউকে, এই Web Series রাতের ঘুম কেড়ে নেবে

জন্মদিনে বিরাট কোহলির বিশেষ সাফল্যের কারণে শুভেচ্ছা বার্তায় একটি মাত্র কথা লিখেছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। তিনি বিরাটের শতকে লিখেছেন,’নিজের জন্মদিনে নিজেকে উপস্থাপন করুন।’ উল্লেখ্য, কোহলির জন্মদিনে অনুষ্কার বিশেষ মেসেজ বর্তমানে ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায়।

আরও পড়ুন -  ভারি থেকে অতিভারি সহ প্রবল বৃষ্টির পূর্বাভাষ

গতকাল বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। কোহলি অপরাজিত ১০১ রানের ইনিংস সহ শ্রেয়াস আইয়ার ৭৭ ও রোহিত শর্মা ৪০ রানের ইনিংস খেলেন। নির্ধারিত ওভার ব্যাটিং শেষে ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩২৭ রানের লক্ষ্যমাত্রা স্থির করতে সক্ষম হয়। ৩২৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ইনিংস।