বেডসিনে ভরা দৃশ্যে, সাহসের সীমা অতিক্রম হয়েছে, উল্লুর এই ওয়েব সিরিজটি

Published By: Khabar India Online | Published On:

বেডসিনে ভরা দৃশ্যে, সাহসের সীমা অতিক্রম হয়েছে, উল্লুর এই ওয়েব সিরিজটি।

এখনকার দিনে বলিউড সিনেমার চেয়েও তরুণ ও তরুণীদের মধ্যে বেশি জনপ্রিয় কয়েক মিনিটের ওয়েব সিরিজগুলো। যেটা অনলাইন প্লাটফর্মের মাধ্যমে লক্ষাধিক ভিউ হচ্ছে।

সম্প্রতি অনলাইন প্লাটফর্ম ‘উল্লু’-তে একটি সাহসী ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে। চটজলদি ‘উল্লু’ প্লাটফর্ম থেকে দেখে নিতে পারেন শিহরণ জাগানো এই ওয়েব সিরিজ।

আরও পড়ুন -  Web Series: সমস্ত রকম নির্লজ্জতার সীমা পার এই বোল্ড ওয়েব সিরিজ, আগে বন্ধ করুন দরজা, তারপর দেখবেন

জানিয়ে রাখি, বলিউডের ধারাবাহিকতা ভেঙে এখন বেশিরভাগ মানুষ উষ্ণ ওয়েব সিরিজের স্রোতে গা ভাসিয়েছে। বিশেষ করে, ডিজিটাল মার্কেটে যৌনতার ভরা ওয়েব সিরিজগুলি বেশি পছন্দ করছেন প্রায় সকলে।

এখন বলিউডের হাই-বাজেটের অনেক সিনেমার চেয়ে বেশি উপার্জন করছে ডিজিটাল মার্কেটে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজগুলি।

আরও পড়ুন -  নীতীন গড়করি আগামীকাল ত্রিপুরায় ৯টি জাতীয় সড়কের শিলান্যাস করবেন

সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম তথা ULLU-তে মুক্তি পেয়েছে হট ওয়েব সিরিজ ‘শাহাদ পার্ট ২’। জানিয়ে রাখি, ইতিপূর্বে এর প্রথম পার্ট রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছিল হট সিনের কারণে। সেই কারণে এর দ্বিতীয় পর্ব মুক্তি পেতেই লাইন দিতে শুরু করেছেন নেটিদর্শকরা। বেডসিনে ভরপুর এই ওয়েব সিরিজের অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া গামরে। ওয়েব সিরিজের জগতে ইতিমধ্যে নিজেকে বিশেষ ভাবে প্রতিষ্ঠিত করেছেন এই অভিনেত্রী। ইতিপূর্বে একাধিক ওয়েব সিরিজে প্রিয়ার বোল্ড অভিনয় বারবার সোশ্যাল মিডিয়ার আলোচনায় উঠে এসেছে।

আরও পড়ুন -  এই ওয়েব সিরিজ ১৮+ এর জন্য, বড়দের ঘুম চটকে যাবে