Earthquake-Nepal: শক্তিশালী ভূমিকম্প নেপালে

Published By: Khabar India Online | Published On:

শক্তিশালী ভূমিকম্প নেপালে।

কেঁপে উঠেছে নেপালের রাজধানী কাঠমান্ডু ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে।

ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, কাঠমান্ডু পোস্ট জানায়, স্থানীয় সময় রবিবার সকাল ৭টা ৩৯ মিনিটে ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.১। ভূমিকম্পের উৎসস্থল ছিল কাঠমাণ্ডুর ৫৫ কিলোমিটার পশ্চিমে ধাবিং এলাকায়। ভূ-পৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন -  অ্যাপ বানিয়ে তাক লাগাল ভারতীয় বিজ্ঞানীরা, আগেই জানা যাবে ভূমিকম্প আসবে কিনা

কাঠমান্ডু ছাড়াও বাগমতি ও গানদাকি প্রদেশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির কোনো সংবাদ এখনও পাওয়া যায়নি।আগে, ২০১৫ সালে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।উল্লেখ্য, নেপাল বিশ্বের ১১তম ভূমিকম্পপ্রবণ দেশ। তিব্বতীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত হওয়ায় সারা বছরই ভূমিকম্পের ঝুঁকিতে থাকে।

আরও পড়ুন -  Weather Update: দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি, ৮ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা

ছবিঃ ফাইল।