সন্তানের সঙ্গে মায়ের কিংবা মায়ের সাথে সন্তানের যে এক নারীর টান সেই টানই…

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ  হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসবের এ বছরে ৮৯ তম বর্ষে পদার্পণ করল।

এ বছরে তাদের থিম দোসর।

সন্তানের সঙ্গে মায়ের কিংবা মায়ের সাথে সন্তানের যে এক নারীর টান সেই টানই দোসর সেই চিত্র ফুটে উঠেছে এই মন্ডপে।

আরও পড়ুন -  রাজ্যের আইনশৃঙ্খলা বিপন্ন ও আনিস খানের খুনের প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে গ্রেফতার করতে হবে

ষষ্ঠীর দুপুর থেকে বিকেল পর্যন্ত ভিড় জমাতে শুরু করেছেন দর্শনার্থীরা হাতিবাগানে।