শিশুসহ ৫৮ জনের মৃত্যু, গিনিতে ডিফথেরিয়া

Published By: Khabar India Online | Published On:

শিশুসহ ৫৮ জনের মৃত্যু, গিনিতে ডিফথেরিয়া।

গিনির উত্তর পূর্বাঞ্চলে ডিফথেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে পশ্চিম আফ্রিকা। সেখানে ৫৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে অধিকাংশই শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গত জুলাই থেকে সিগুইরি প্রিফেকচারে ৫০০ বেশি মানুষকে পাওয়া গেছে, যারা ডিফথেরিয়ায় আক্রান্ত বলে চিকিৎসকেরা সন্দেহ করেন। এর লক্ষণগুলো গলাব্যথা এবং জ্বর।

আরও পড়ুন -  Yogyashree Scheme: এবার যোগ হল যোগ্যশ্রী প্রকল্প, কাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা? সব কিছু জানুন

এই প্রাদুর্ভাব সামাল দেওয়ার ক্ষমতা গিনির স্বাস্থ্য বিভাগের নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২০১৪ সাল থেকে মোট জনসংখ্যার ৫০ শতাংশের কম মানুষ এই ডিফথেরিয়ার টিকা পেয়েছে। একটি দেশে ডিফথেরিয়ার বিরুদ্ধে সুরক্ষা গড়ে তুলতে হলে মোট জনসংখ্যার ৮০ থেকে ৮৫ শতাংশ মানুষকে এই টিকার আওতায় আনতে হবে।

আরও পড়ুন -  Green Pass: ‘গ্রিন পাস’ সার্টিফিকেট বাধ্যতামূলক, ইতালিতে