পঞ্চমীর সন্ধেয় বন্ধ হয়ে গেল শ্রীভূমির ‘ডিজনিল্যান্ডে’র লাইট শো

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ   মহালয়া থেকেই জনজোয়ার, পঞ্চমীর সন্ধেয় বন্ধ হয়ে গেল শ্রীভূমির ‘ডিজনিল্যান্ডে’র লাইট শো।

পঞ্চমীর সন্ধেয় বন্ধ হয়ে গেল শ্রীভূমির ‘ডিজনিল্যান্ডে’র লাইট শো। মণ্ডপসজ্জা দেখতে গিয়ে স্বাভাবিকভাবেই হতাশ দর্শনার্থীরা। বারবার একই ঘটনার পুনরাবৃত্তিতে মন খারাপ উদ্যোক্তাদের।

আরও পড়ুন -  ছেলের মৃত্যুবার্ষিকীতে দুইশত জন দুঃস্থ মহিলা পুরুষের হাতে শীতবস্ত্র তুলে দিলেন

মহালয়া থেকেই শ্রীভূমিতে উপচে পড়া ভিড়। সন্ধ্যে নামার সঙ্গে সঙ্গে ভিড় বেড়েছে লাফিয়ে। কার্যত জনজোয়ার শ্রীভূমি ও সংলগ্ন এলাকা। ডিজনিল্যান্ড ও লাইট শো দেখতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েছেন দর্শনার্থীরা। সেই লাইট শো-তেই বিপত্তি। কাছেই বিমানবন্দর। ফলে এই লাইটে তৈরি হচ্ছে সমস্যা। অন্যদিকে লাইটের জন্যই মানুষের ঢল নামছে। ফলে পরিস্থিতি সামাল দেওয়া কার্যত দায় হয়ে দাঁড়াচ্ছে পুলিশের পক্ষে।

আরও পড়ুন -  সিঁদুর খেলার আনন্দ

জানা গিয়েছে, সেই কারণে আপাতত শ্রীভূমির ডিজনিল্যান্ডের লাইট শো বন্ধ রাখার আবেদন করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। সেই আরজি মেনেই লাইট শো বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন উদ্যোক্তারা। তবে শোনা যাচ্ছে, পরবর্তীতে ফের চালু করা হতে পারে লাইট শো।

আরও পড়ুন -  Silky Hair: এক উপাদানে করে ফেলুন সিল্কি চুল, পুজোর আগে