কথায় বলে জলে কুমির ডাঙ্গায় বাঘ, আর এবার…

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, তালসারিঃ  কথায় বলে জলে কুমির ডাঙ্গায় বাঘ। আর এবার।

তালসারির সমুদ্র সৈকতে উদ্ধার হল দৈত্যাকার কুমির। আজ সাত সকালে তালসারি সমুদ্র সৈকতে কুমিরের দর্শন মেলে। দীঘার অদূরে তালসারি সমুদ্র সৈকতে হঠাৎ করেই মৎস্যজীবীরা দেখতে পায় এই দৈত্যাকার কুমিরটিকে। প্রথমে চোখে দেখে বিশ্বাস করে উঠতে পারেননি স্থানীয় বাসিন্দারা। তারপর কাছে যেতেই চক্ষু চড়ক গাছ।

আরও পড়ুন -  শিম খান একটু অন্য ভাবে

এ যে সত্যিই আস্ত কুমির। কুমীর বাবাজি একেবারে তালসারির সমুদ্র সৈকতে। কুমির দেখার জন্য রীতিমতো ভিড় জমে যায় তাল সারিতে। খবর দেওয়া হয় বনদপ্তরকে। ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে কুমিরটিকে।

আরও পড়ুন -  Dance Video: কাঁপছে মঞ্চ স্বপ্না চৌধুরীর জোরদার ঠুমকায়, দর্শকরা উত্তেজিত হয়ে পড়লেন