কিউইদের মুখোমুখি ডাচরা ২৭ বছর পর বিশ্বমঞ্চে

Published By: Khabar India Online | Published On:

কিউইদের মুখোমুখি ডাচরা ২৭ বছর পর বিশ্বমঞ্চে।

দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডস দীর্ঘ ২৭ বছর পর ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে। জয় দিয়ে আসর শুরু করায় আত্মবিশ্বাসী নিয়ে মাঠে নামবে ব্ল্যাকক্যাপসরা। অপরদিকে, পাকিস্তানকে কিছুটা হলেও ভোগান্তিতে ফেলা ডাচ বাহিনী চাইছে প্রথম জয় তুলে নিতে।

সোমবার দুপুরে হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি হবে।

আরও পড়ুন -  Qatar World Cup-2022: ৮ দল মাঠে নামবে আজ, অপেক্ষায় রয়েছে ফুটবল প্রেমিরা

নিউজিল্যান্ড যেখানে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে জানিয়ে দিয়েছে নিজেদের উপস্থিতি, জয় তুলে নিয়েছে ৯ উইকেটে, ডাচরা একটু পিছিয়ে। হার দিয়ে শুরু হয়েছে তাদের বিশ্বকাপ মিশন। পাকিস্তানের কাছে হেরেছে ৮১ রানে।

আজকে টানা দ্বিতীয় জয় তুলে নিউজিল্যান্ড চাইবে সেমিফাইনালের দৌঁড়ে এগিয়ে যাওয়া। অপরদিকে নেদারল্যান্ডসের চাওয়া বিশ্বকাপে প্রথম জয়। পরিসংখ্যান আর শক্তিমত্তার বিচারে কিউইরা কিন্তু এগিয়ে সেটা বলা যেতে পারে।

আরও পড়ুন -  বিশ্বকাপে ইতিহাস গড়বে ভারত ২০১১ সালের মতো ২০২৩ সালে, একই ঘটনা পুনরাবৃত্তি ঘটছে

নিউজিল্যান্ড এখন পর্যন্ত নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেছে ৪টি ওয়ানডে। চারটিতেই জিতেছে তারা, কোনো হার নেই। বিশ্বকাপে একবার দেখা হয়েছিল তাদের।

১৯৯৬ সালে বারোদায় চতুর্থ ম্যাচে খেলতে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস। ওই ম্যাচে ১১৯ রানের বড় ব্যবধানে জয় পায় নিউজিল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাট করে চার ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৭ রান করেছিলো নিউজিল্যান্ড। এর জবাবে ৫০ ওভারে ৭ উইকেটে ১৮৮ রান করতে হারের লজ্জা পায় নেদারল্যান্ডস।

আরও পড়ুন -  Home Office Law: হোম অফিস আইন চালু হচ্ছে, নেদারল্যান্ডসে

ছবিঃ সংগৃহীত।