অপু বিশ্বাস ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন কাকে?

Published By: Khabar India Online | Published On:

অপু বিশ্বাস ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন কাকে?

ঢালিউড কুইন অপু বিশ্বাসর শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুকে হঠাৎই ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন কটাক্ষের বার্তাও। তিনি ফেসবুকে কাকে কটাক্ষ করলেন অপু বিশ্বাস? তাঁর ভক্তদের সাথে শেয়ার করা ওই স্ট্যাটাসে অপু কোনো ছবি দেননি। তিনি দিয়েছেন চট্টগ্রামের একটি মানচিত্রের ছবি। তারপরে ক্যাপশনে লিখেছেন মাত্র দুটি লাইন।

আরও পড়ুন -  Apu Biswas: ছেলে এবং নিজের জন্মদিনে কেক কাটবেন না অপু

পোস্টে অপু লিখেছেন, কর্মে বিশ্বাসীরা কাজেই থাকে, এটাই তাদের যোগ্যতা। কিছু মানুষ অন্যের দোষ খুঁজে বেড়ায় কারন এটাই তাদের ভাগ্য আর অযোগ্যতা।

তাঁর এই পোস্টের কমেন্ট বক্সে বন্যা হয়ে গেছে। কেউ লিখেছেন, শতভাগ সত্যি। কাজ না পারা মানুষগুলোই মানুষকে ছোট করে কথা বলে। নিজে না পারলে অন্যের নানান দোষ খুঁজে বেড়ায়। অন্যজন নেটিজেন লিখেছেন, এজন্যই অযোগ্য লোকদের বদনাম আর আপনার সুনাম আপু।

আরও পড়ুন -  Bullet Train: প্রথম বুলেট ট্রেন আসতে চলেছে ভারতে, শীঘ্রই শুরু হতে চলেছে এর কাজ

ছবিঃ সংগৃহীত।