Taylor Swift: জনপ্রিয় পপতারকা থেকে নায়িকা হলেন টেলর সুইফট

Published By: Khabar India Online | Published On:

জনপ্রিয় পপতারকা থেকে নায়িকা হলেন টেলর সুইফট।

টেলর সুইফট জনপ্রিয় পপতারকা। আগে তাঁকে শুধু মিউজিক ভিডিও এবং কনসার্টে দেখা যেত। এখন তিনি অভিনয়ে এলেন এই পপতারকা। তাঁর অভিনীত সিনেমা ‘টেলর সুইফট : দ্য ইরাস ট্যুর’। ইতোমধ্যে ছবিটির টিকিট সংগ্রহ শুরু করেছেন তাঁর ভক্তরা। অগ্রিম ১০ কোটি ডলারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে।

আরও পড়ুন -  Rajinikanth: ছুটি ঘোষণা সিনেমা দেখার জন্য রজনীকান্তের

এখন তিনি নিজের মিউজিক্যাল সফর ‘ইরাস ট্যুর’ নিয়ে ব্যস্ত রয়েছেন। গায়িকার এই ভ্রমণ পুরো বিশ্বে ‘ঐতিহাসিক ট্যুর’ হিসেবে খ্যাতি পেয়েছে। এই কনসার্টের সেরা মুহূর্তগুলো নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা। সেটি তৈরির কাজ শেষ হয়েছে।

আরও পড়ুন -  Ranbir Singh: বক্স অফিসে ব্যর্থ রণবীর সিং!

২ ঘণ্টা ৪৫ মিনিটের সিনেমাটি ১৩ অক্টোবর বড় পর্দায় আসার কথা। চলচ্চিত্র বোদ্ধারা বলছেন, কনসার্ট মাতানোর পাশাপাশি বক্স অফিসেও রাজত্ব করবে এই ছবিটি। মার্কিন সাময়িকী ভ্যারাইটির প্রতিবেদন থেকে জানা যায়, ১০০টি দেশের প্রায় ৮৫০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। আগে ৩১ আগস্ট প্রকাশ হয়েছে ছবিটির ট্রেলার। এই কনসার্ট সিনেমাটি পরিচালনা করেছেন স্যাম রেঞ্চ।

আরও পড়ুন -  অনুরোধ জানালেন আমির খান

সূত্রঃ ভ্যারাইটি। ছবিঃ সংগৃহীত।