বাবা হলেন নেইমার দ্বিতীয় সন্তানের

Published By: Khabar India Online | Published On:

বাবা হলেন নেইমার দ্বিতীয় সন্তানের।

ফুটবলার নেইমার জুনিয়র এবং তার বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডির কোলজুড়ে এসেছে তাদের দ্বিতীয় সন্তান।

শনিবার এক্সে (টুইটার) নিজেই এ খবর জানিয়েছেন তিনি। সদ্য ভূমিষ্ঠ হওয়া কন্যা সন্তান এবং প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন নেইমার।

নেইমার লিখেছেন, ‘জীবন পূর্ণ করার জন্য আমাদের মাভি চলে এসেছে। স্বাগতম, কন্যা। তুমি ইতোমধ্যে আমাদের কাছে খুব প্রিয়। আমাদের কোল আলোকিত করার জন্য ধন্যবাদ।’

ক্লাব আল হিলালও নিজেদের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে নেইমারকে অভিনন্দন জানিয়েছে।

আরও পড়ুন -  Neymar: কাতার বিশ্বকাপের আগে, ‘রূপচর্চা’ নিয়ে ব্যস্ত নেইমার

আগে চলতি বছরে জুন মাসে নেইমার এবং বিয়ানকার্দি সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে জানিয়েছিলেন তাদের ঘরে কন্যাসন্তান আসতে যাচ্ছে। ২০২১ সাল থেকে ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে প্রেম শুরু হয় ব্রাজিল এই তারকার।

আরও পড়ুন -  Qatar World Cup-2022: অনুশীলনে বিন্দাস মুডে ব্রাজিল, সার্বিয়ার বিপক্ষে নামার আগে

এই বিষয়টি জানাজানি হয় ২০২২ সালের জানুয়ারিতে। ওই বছরের আগস্টে তাদের আলাদা হয়ে যাওয়ার গুঞ্জন ওঠে। নেইমারের ৩১তম জন্মদিনে আবারও মিলে যাওয়ার খবর পাওয়া যায়। এর পরই বিয়ানকার্দি সন্তান সম্ভবা বলে জানা যায়।

আরও পড়ুন -  Zoom: জুম প্রেসিডেন্ট গ্রেগ টম্ব, বরখাস্ত হলেন

নেইমারের ১২ বছর বয়সী একটি পুত্রসন্তান আছে। তার নাম ডেভি লুকা। ২০১১ সালের আগস্টে তার জন্ম হয়। লুকার মা নেইমারের প্রাক্তন প্রেমিকা ক্যারোলিন দান্তেস।

ছবিঃ টুইটার।