প্রথম রাত কেমন কাটলো পরিনীতি চোপড়ার? সেই ভিডিও দেখুন – VIRAL

Published By: Khabar India Online | Published On:

আম আদমি পার্টি নেতা রাঘব চাড্ডা গত ২৪ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসেছিলেন বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া সাথে। উদয়পুরের লীলা প্যালেসের সাতপাকে বাঁধা পড়েছিলেন তারা। বিয়ের পর পরিনীতির প্রথম ছবি মিশন রানীগঞ্জ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। দর্শকদের প্রশংসাও পেয়েছে এই ছবিটি।

অপরদিকে পরিনিতি চোপড়া, চাড্ডা পরিবারের সদস্য এখন। বিয়ের পর পরিনিতি চোপড়া কে সাদরে স্বাগত জানিয়েছে রাঘব চাডার পরিবার। অভিনেত্রী শ্বশুরবাড়িতে প্রবেশের ভিডিও ইতি মধ্যেই প্রকাশিত।

আরও পড়ুন -  সদ্য বিয়ের পরেই মালদ্বীপে Parineeti Chopra, ওখানে কার সাথে সময় কাটাচ্ছেন?

এই ভিডিওতে দেখা গেছে, পরিণীতির শাশুড়ি নতুন পুত্রবধূর জন্য বিশেষ ব্যবস্থা করেছেন। ঢোল বাজনার পরিকল্পনা করা হয়েছে পরিণীতির জন্য। নবদম্পতির ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়-স্বজনরাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

পরিনীতি চোপড়াকে স্বাগত জানাতে মিষ্টি বিতরণ ও সুস্বাদু খাবার প্রস্তুত করা হয়েছিল। সাথে মজার মজার বেশ কিছু খেলার আয়োজন করেছিলো। রিং ফাইন্ডিং গেম ও প্রশ্ন উত্তরের রাউন্ড ছিল।পরিনীতি ও রাঘব দুজনেই দারুনভাবে এই জিনিসগুলো উপভোগ করেছেন।

আরও পড়ুন -  কিছু বিশেষ নিয়ম কানুন জেনে নিন ট্রেন সফর করার আগে, না হলে জরিমানাও হতে পারে

কিন্তু বিয়ের পরে প্রথম রাতটা কেমন কাটলো পরিনীতি চোপড়ার সাথে রাঘব চাড্ডার? সম্প্রতি সেই সম্পর্কিত কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়। এক ছবিতে দেখা যাচ্ছে পরিনিতি চোপড়া বিয়ের পর সকালে ঘুম থেকে উঠেই ছবি আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবিতে তাকে একেবারে নো ফিল্টার লুকে দেখা গেছে।

আরও পড়ুন -  আবার লকডাউন হচ্ছে কেরলে, লাগামছাড়া করোনা সংক্রমণ

অপরদিকে, অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে পরিনীতি চোপড়া ঘুমিয়ে রয়েছেন, তাকে সেই অবস্থায় আরতী করছেন রাঘব চাড্ডা। রাজকীয়ভাবে তাকে সুপ্রভাত জানিয়েছেন পরিণীতির স্বামী রাঘব চাড্ডা।