সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানালেন রাজ্যের শিক্ষা মন্ত্রী

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ   রাজ্য উপাচার্য নিয়োগ করতে পারবেন না সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানালেন রাজ্যের শিক্ষা মন্ত্রী। আমরা যে আইনি সুবিচার চেয়েছিলাম সুপ্রিম কোর্ট তাতে সীলমোহর দিয়েছে , রাজ্যপালের জন্য আমার দুঃখ হচ্ছে। আচার্য এর পরাজয় আমাদের খারাপ লাগার কথা আমরা বারবার তার সঙ্গে আলোচনায় বসতে চেয়েছি মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেই বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ করতে।

আরও পড়ুন -  সুনিতা বেবি নেচে সর্বনাশ করল, শুরু হল টাকার বৃষ্টি, পাতিয়ালা স্যুটে নেচে, Video Haryanvi

এর পর আসা রাখব রাজ্যপাল আলোচনায় বসবেন এবং মুখ্যমন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করবেন। আলোচনায় বসে এই পরিস্থিতির নিরসন ঘটাতে পারবো। রায়ের ভিত্তিতে ওনার কার্যত আচার্য থাকার কোন নৈতিক অধিকার নেই। যে বিল অর্থাৎ মুখ্যমন্ত্রীকে আচার্য করার বিল রাজ্যপালের কাছে পেন্ডিং পড়ে আছে তাতে তিনি সই করবেন। যে সমস্ত অস্থায়ী উপাচার্য সুপ্রিম কোর্টের নির্দেশে বেতন পাবেন না অনুরোধ থাকলো তারা পদত্যাগ করুন।

আরও পড়ুন -  Web Series: মেয়েদের নাভির প্রেমে পাগল হলেন যুবক, দরজা জানালা বন্ধ করে দেখতে হবে এই সিরিজটি