Mumbai: ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬, মুম্বাইয়ে বহুতল ভবনে

Published By: Khabar India Online | Published On:

ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬, মুম্বাইয়ে বহুতল ভবনে।

একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন মুম্বাইয়ে। নিহতদের মধ্যে একজন পুরুষ এবং পাঁচজন নারী। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৪০ জন।

আরও পড়ুন -  Lata Mangeshkar: সুরসম্রাজ্ঞী, কত টাকার সম্পত্তি রেখে গেলেন লতা মঙ্গেশকর?

শুক্রবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। দুর্ঘটনায় আহতদের মুম্বাইয়ের এইচবিটি এবং কুপার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহানমুম্বাই মিউনিসিপল করপোরেশনের তথ্য অনুযায়ী, প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত ৩টায় মুম্বাইয়ের গোরেগাঁওয়ে জয় ভবানি নামের একটি সাততলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ছয়জনের মধ্যে একজন পুরুষ এবং পাঁচজন নারী। অপরদিকে আহত ৪০ জনের মধ্যে কয়েকজন শিশুসহ ১২ জন পুরুষ ও ২৮ জন নারী রয়েছেন। ভবনে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

আরও পড়ুন -  Mouni Roy: অভিনেত্রী মৌনী, দুধ সাদা পোশাকে ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়, কেন ?

ছবিঃ সংগৃহীত।