বিদেশি রমনীরদের বেলি নাচ প্রশংসাযোগ্য, এই দেখেই মুগ্ধ হলেন সকলে – UK BELLY DANCE VIDEO

Published By: Khabar India Online | Published On:

United Kingdom Video: এখনকার দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া সকলের কাছেই সহজলভ্য ব্যাপার হয়েছে। সেখানে ইতিবাচক বা নেতিবাচক বিষয়কে অতিক্রম করে, কিছু ঝলক নেটজনতার দৃষ্টি আকর্ষণ করতে পারে তা হলে কেল্লাফতে।

সেই কনটেন্ট বা ঝলক ভাইরাল হবেই। কেউ নিজের প্রতিভার উপর নির্ভর করেই পৌঁছে যেতে চান সবার সামনে। আবার কেউ শুধুমাত্র পরিচিতিই অর্জনের জন্য। বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণের একাংশ নিজের পরিচিতি বৃদ্ধি করার স্বার্থেই ব্যবহার করেন সোশ্যাল মিডিয়াকে।
এখনকার দিনে বহু জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে। আর সেইসমস্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মধ্যে প্রধান হচ্ছে ইউটিউব। এখনকার এই প্রজন্ম নিজেদের বেশি পরিচিতি বৃদ্ধি করার স্বার্থে ফেসবুকের পরেই ব্যবহার করছেন ইউটিউবকে।

আরও পড়ুন -  US Midterm Elections: বাইডেন ও ট্রাম্পের দল হাড্ডাহাড্ডি লড়াইয়ে, মার্কিন মধ্যবর্তী নির্বাচন

একাধিক প্রমাণ দেখা যায় সোশ্যাল মিডিয়ার পাতায়। রোজ প্রতিমুহূর্তে এই ধরনের একাধিক ঝলক ভাইরাল হয় নেট দর্শকদের কাছে। সম্প্রতি সেই রকম একটি ঝলক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

আরও পড়ুন -  Gold Price Today: পরিবর্তন সোনার দাম, আজকে কি হলো সোনার দাম?

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি লন্ডনের কোন একটি প্রতিষ্ঠিত সংগঠনের তরফ থেকে পরিবেশন হয়েছিলো। এই ঝলকে একটি বিশাল অনুশীলন ঘরের মধ্যে একদল বিদেশি রমনী নাচের অনুশীলন করছিলেন। প্রত্যেকেই দক্ষ বেলি নাচ শিল্পী, আলাদাভাবে উল্লেখ করার দরকার পরে না।

আরও পড়ুন -  সতর্কতা ও দূর্নীতি দমন সংক্রান্ত জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঝলকে মানানসই মিউজিকের সাথে সাথেই সকলকে সবুজ রঙের উপযুক্ত নাচ পোশাকে দেখা গিয়েছিল ক্যামেরার সন্মুখে। ‘ফ্লেউর ইস্টলে ক্লাসেস’ নামের ইউটিউব চ্যানেল থেকেই মাছের দুর্দান্ত ঝলক শেয়ার করে নেওয়া হয়েছে কয়েকদিন আগে। এই নাচের ঝলক নজরে পরেছে প্রায় ৬ লাখের মানুষের।ভরিয়ে দিয়েছেন প্রশংসা। সেই ঝলক কমেন্টবক্সেই আছে।