প্রায় তিন বছর পর ছেলেকে দেখে জড়িয়ে ধরলেন মা, চোখে জল।
একটি মাছের বাজারে ভিডিও ( Video ) বহু দিন ধরেই মানুষকে আবেগপ্রবণ করেছে সামাজিক যোগাযোগ দুনিয়ায়। এই ভিডিওটি দেখে বহুজনের চোখে জল এসেছে। ভাইরাল ভিডিওতে একটি ছেলেকে মাছ কিনতে দেখা গেছে।
তার মুখে বাঁধা রয়েছে রুমাল। চোখে কালো চশমা ও একটি টুপি আছে। মাছ বিক্রয়কারী মহিলা ছেলেটিকে মাছ দেখাচ্ছেন।সেই অনুযায়ী মাছ প্যাকও করছেন। কিছুক্ষণ পরে কি মনে মহিলাটির, ব্যস্ত হয়ে ওঠেন।
এরপর ছেলেটির টুপি এবং রুমাল খুলে দেন। তারপর দুজনেই হেসে ফেলেন। মহিলা তারপর জড়িয়ে ধরেন ছেলেটিকে। তারও চোখে জল। ছেলেটির মুখে অনাবিল হাসি। স্পষ্টতই মহিলার চোখে আনন্দের অশ্রুধারা।
View this post on Instagram
গল্পটা রটেছে সেটা জেনে নেওয়া যাক। এই গল্পের যথার্থতা নিশ্চিত করতে পারিনি, কিন্তু গল্পটি মনে রাখার মতো। গাঙ্গোলি মার্কেট উডুপির কান্দাপুরা এলাকায় অবস্থিত। মহিলাটি মাছ বিক্রি করেন ঐখানে। ছেলে রোহিত তিন বছর পর দুবাই থেকে ফিরেছিল। ফিরে এসে মায়ের দোকানে গিয়ে চমক দেন।
তিনি মুখ লুকিয়ে মায়ের কাছে কেনাকাটা শুরু করেন। মা কিন্তু ছেলেটির হাবভাব বা কন্ঠে চিনতে পারেন ও তাকে আলিঙ্গন করেন। এই গল্প সত্যি মিথ্যে যাই হোক না কেন সোশ্যাল মিডিয়ায় মানুষের হৃদয় ছুঁয়ে গেছে।
ভিডিও দেখার পর লোকে বলছেন, ‘মা তো মা-ই হয়।’ ইনস্টাগ্রামে একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘ মায়ের মন ঠিকই বুঝেছিল এটা তার ছেলে।’ ভিডিওতে আরেকজন লিখেছেন, “তিনি (মা) তার (ছেলের) কণ্ঠস্বর ও শরীরী ভাষা চিনতে পেরেছিলেন… মা একজন মা-ই হন… আমরা আমাদের মায়ের কাছ থেকে কিছু লুকাতে পারি না… এই ভিডিওটি আমার চোখে অশ্রু নিয়ে এসেছে।’ আপনারা এই ভিডিওটি দেখুন, তারপর ভাবুন মা কেমন হয়।