লিপলক কিস করলেন রবি কিষান মোনালিসাকে, ১৪ বছরের ছোট অভিনেত্রীর সাথে এই ভাবে, সমস্ত লজ্জার সীমা অতিক্রম

Published By: Khabar India Online | Published On:

১৮ বছরের ঊর্ধ্বের জন্য। এখনকার সময়ে সোশ্যাল মিডিয়া দুনিয়ায় নতুন করে জনপ্রিয়তা হচ্ছে নানান ধরনের ভোজপুরি ভিডিও। এখানে এক একটি ভিডিওতে লাইক ও ভিউ এর সংখ্যা দেখলে হা করে থাকতে হবে।

আবার কিছু কিছু ভিডিওতে কয়েক মিলিয়ন ভিউ আছে। কি থাকে এই মিউজিক ভিডিও তে? বিশেষ করে এখন গোটা দেশের মানুষের কাছে পরিচিত আরও পেয়েছেন ভোজপুরি তারকারা। ভোজপুরি ইন্ডাস্ট্রির এক অন্যতম জনপ্রিয় তারকা হলেন রবি কিষান। এই তারকা ভোজপুরি ইন্ডাস্ট্রির বড় নাম। রবি কিষাণ বলিউডের বহু ছবিতে তার অভিনয় দক্ষতা দেখিয়েছেন।

আরও পড়ুন -  মা হতে চলেছেন অভিনেত্রী নুসরত জাহান ? সত্যি কি তাই ?

অপরদিকে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে অত্যন্ত পরিচিত অভিনেত্রী মোনালিসা। তার সৌন্দর্যের সাথে চমৎকার অভিনয়ের জন্য বেশ পরিচিত। তার প্রত্যেকটি চরিত্র মানুষের পছন্দ হয়। তার অভিনীত যে কোন গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরালের সাথে প্রচুর ভিউ হয়। অভিনেত্রীর যে কোন গানের ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথেই ভিউ আসতে শুরু করে কোটি কোটি। সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক জনপ্রিয় হচ্ছে রবি কিষান এবং মোনালিসার একটি মিউজিক ভিডিও, তা নিয়ে রীতিমত হইচই পড়েছে।

আরও পড়ুন -  Snehasish Chakraborty: সিরিয়াল নির্মাণ ছাড়তে চেয়েছিলেন স্নেহাশিস চক্রবর্তী, শাশুড়ি-বৌমার কুটকাচালি শুধু

রবি কিষান এবং মোনালিসার এই মিউজিক ভিডিওর নাম, ‘কাভান জাদু‘। এখানে সমস্ত লজ্জার সীমা অতিক্রম করে মোনালিসা একাধিক সাহসী দৃশ্যের জন্য।

তিনি নিজের শরীর সঁপে দিয়েছেন রবি কিষণের সামনে। তাঁদের বোল্ড কেমিস্ট্রি দেখে রাতের ঘুম উড়েছে লাখ লাখ মানুষের। গানটি গেয়েছেন উদিত নারায়ণ এবং সোনালী দত্ত। গান লিখেছেন অখিলেশ পান্ডে।

আরও পড়ুন -  " আমরা দাদার অনুগামী " পোস্টার