মফিজা আনাম না ফেরার দেশে, সাংবাদিক মহলে শোকের ছায়া

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতাঃ হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন ‘সাপ্তাহিক বীরভূমের কথা পত্রিকা’ সম্পাদক খায়রুল আনামের স্ত্রী মফিজা আনাম। বয়স হয়েছিলো ( ৫৫) বছর। ২ আগস্ট দুপুর ১টার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন।

চিকিৎসার কোনও সুযোগ না দিয়েই তিনি তাঁর বোলপুরের দর্জিপাড়ার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেইদিন রাত্রে তাঁর পৈতৃক বাড়ি বোলপুরের কাছে যজ্ঞনগরে তাঁর মা-বাবার কবরের পাশেই তাঁকে কবরস্থ করা হয়েছে।

আরও পড়ুন -  Agnipath project: প্রবল বিক্ষোভ অগ্নিপথ প্রকল্প নিয়ে

তিনি রেখে গেছেন, স্বামী, দুই কন্যা নাসরিন আনাম বিপাশা এবং নাজনিন আনাম তিতিশাকে।

মফিজা আনাম সাপ্তাহিক বীরভূমের কথা পত্রিকা প্রকাশনার সাথে বিভিন্ন ভাবে যুক্ত ছিলেন। তিনি পত্রিকার মুদ্রণ বিভাগের কর্মীদের সঙ্গে তাঁর ছিলো অত্যন্ত মধুর সম্পর্ক। পত্রিকার মুদ্রণ বিভাগের উদ্যোগে বিশ্বকর্মা পুজোয় তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন।

আরও পড়ুন -  Released: `ডিউন` মুক্তি পাচ্ছে

তাঁর এই অকাল প্রয়াণে সাপ্তাহিক বীরভূমের কথা পত্রিকা প্রকৃত অর্থে তাঁর এক আত্মজনকে হারালো। এর জন্য পত্রিকার ক্ষেত্রে শূন্যতারও সৃষ্টি হলো। খবরইন্ডিয়াঅনলাইন নিউজ পোর্টাল এর পক্ষ থেকে তাঁর শান্তি কামনা করি।

আরও পড়ুন -  Dealers Protest: খাদ্য ও সরবরাহ অফিসে ডিলারদের বিক্ষোভ