PM MODI, হোয়াটসঅ্যাপ চ্যানেল খুললেন, যোগ দিতে পারেন আপনি এই পদক্ষেপ অনুসরণ করে।
এখনকার দিনে হোয়াটসঅ্যাপ (Whatsapp) সাধারণের নিত্য প্রয়োজনীয় প্লাটফর্ম হয়েছে। রোজকার প্রয়োজনীয় তথ্য বা নথি এই প্ল্যাটফর্মের মাধ্যমে আদান প্রদান হয়। প্রযুক্তির যুগে হোয়াটসঅ্যাপে প্রায়ই কিছু না কিছু উন্নতি হচ্ছে। সাথে যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার। এবার এক নতুন জিনিস সামনে এলো হোয়াটসঅ্যাপে।
এখন হোয়াটসঅ্যাপে দেখা যাবে প্রধানমন্ত্রীকে। নতুন চ্যানেল শুরু করলেন তিনি। সেখানে সংসদের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিতে পেরে যথেষ্ট রোমাঞ্চিত। তিনি এও লিখেছেন, এটি সকলের সাথে তার সংযোগ স্থাপনের আরো একটি ধাপ।
Prime Minister Narendra Modi joins WhatsApp Channels pic.twitter.com/X4DmBc1GxS
— ANI (@ANI) September 19, 2023
চ্যানেলের আপডেট পাওয়ার জন্য এটা করতে হবেঃ
প্রথমে হোয়াটসঅ্যাপে যাবার পর ‘আপডেটস’ অপশনে যেতে হবে। সেখানে স্ট্যাটাসের দেখা মিলবে সমস্ত চ্যানেলের। বড় বড় ব্যক্তিত্ব থেকে শুরু করে নিউজ চ্যানেলে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে অংশ নিয়েছেন।
সেখানে সার্চ অপশনে গিয়ে নিজের পছন্দমত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নিজের আপডেটসে অ্যাড করতে পারবেন। প্রতিদিন একাধিক তথ্য এই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই মিলবে। গত বুধবার থেকেই এই নতুন ফিচার যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে। এই নতুন বিষয়টি নিয়েই আলোচনা চলছে বর্তমান প্রজন্মের মধ্যে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন চ্যানেলের স্ক্রিনশট নিয়ে চারিদিকে শেয়ার করছেন। এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রথম প্রধানমন্ত্রীই নিজের ছবি শেয়ার করে নিয়েছিলেন।