সাইবার অপরাধীরা টার্গেট করছে আধার ব্যবহারকারীদের-AADHAAR CARD FRURD

Published By: Khabar India Online | Published On:

এখন ভারতের সাধারণ মানুষের জন্য আধার কার্ড একটি অপরিহার্য জিনিস হয়েছে। পরিচয়পত্র হবার সাথে, আধার কার্ড ব্যাংক একাউন্ট খোলা থেকে সমস্ত ধরনের কাজে সাহায্য করে।

আধার কার্ড ছাড়া আপনি কোন কাজ করতে পারবেন না এইসময়ে। নূন্যতম ব্যাংক একাউন্ট খুলতে গেলেও আপনার আধার কার্ড লাগবে। পরিচয় পত্র হিসেবে এই কার্ড এখন ভারতে সর্বাধিক প্রয়োজনীয় কার্ড হয়েছে।

আধার কার্ডের প্রয়োজনীয়তা বাড়ছে, ততই বাড়ছে আধার জালিয়াতদের সংখ্যা। কয়েক বছরে আধার কার্ড নিয়ে জালিয়াতির সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। সেই কারণে আপনাকে সতর্ক থাকতে হবে নিজের আধার কার্ড সম্বন্ধে।

আরও পড়ুন -  Joe Root: ‘লিডিং ক্রিকেটার অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের সদ্য বিদায়ী অধিনায়ক জো রুট

অনেকেই এমন আছেন আধার কার্ড নিয়ে অতটা বেশি সচেতন হয়নি। অনেকেই জানেন না তাদের আধার কার্ডের জেরক্স কপি কোথায় কোথায় আছে। না জেনেই আধার কার্ডের নম্বর ও কিউআর কোড সবাইকে দিয়ে দেন। এমন রয়েছেন যারা নিজের আধার কার্ড অন্য কারোর কাছে রেখে দিয়ে চলে আসেন। এই অবস্থায় আপনার আধার কার্ড নিয়ে একটু বেশি সচেতন থাকা দরকার। তা না হলে আধার কার্ড সম্পর্কিত স্ক্যামে জড়িয়ে পড়তে পারেন।

আরও পড়ুন -  জনপ্রিয় ইউটিউবার পপি কিচেন, দ্বিতীয় সন্তানের প্রথম ছবি শেয়ার করলেন

এই সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করার জন্য আধার কার্ড নিয়ামক সংস্থা ইউআইডিএআই একটি টুইট জারি করেছে। তারা জানিয়েছে, আধার কার্ড সম্পর্কিত কোন কাজ করতে হলে, তারা শুধুমাত্র ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in এ লগইন করেন।

আধার কার্ড নিয়ামক সংস্থার আর কোন ওয়েবসাইট নেই। কোন লিংক যদি আপনার কাছে আসে যেখানে অন্য কোন ওয়েবসাইটের নাম উল্লেখ রয়েছে, তৎক্ষণাৎ যেন সেই ওয়েবসাইট থেকে বেরিয়ে আসেন। সাথে আপনি আধারের অফিশিয়াল অ্যাপ mAadhaar ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন -  Weather Update: গরমের মাঝে স্বস্তির বার্তা, দক্ষিণবঙ্গের ৭ জেলায় বৃষ্টির সম্ভাবনা

অফিসিয়াল কাজের জন্য, আধারের সোশ্যাল মিডিয়া প্রোফাইল mAadhaarPortal ফলো করার অনুরোধ করা হয়েছে ভারত সরকারের তরফ থেকে। আধার নম্বর, আধার সম্পর্কিত কোন ওটিপি ও বায়োমেট্রিক ডেটা অন্য মানুষের সাথে শেয়ার না করা হয় তার জন্য অনুরোধ জানানো হয়েছে মানুষকে।

আধার অথেনটিকেশনের জন্য একটি নতুন এসএমএস সার্ভিস শুরু করেছে ভারত সরকার। এসএমএস সার্ভিস ব্যবহার করতে উৎসাহিত করা হচ্ছে সাধারণ মানুষকে। আধার কার্ড জালিয়াতি যে একটা বড় মাত্রায় পৌঁছে গিয়েছে সেটা ভারত সরকারের তৎপরতা দেখলেই বোঝা যাচ্ছে।