স্বাধীনতা দিবসে এই বিশেষ দিনে লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সেখানেই তিনি পিএম বিশ্বকর্মা যোজনার কথা ঘোষণা করেছিলেন। তাঁতি, কামার, স্বর্ণকার, ওয়াশারম্যান ও নাপিতসহ প্রায় ৩০ লক্ষ কারিগরী শিল্পে দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের জন্য কেন্দ্রীয় সরকার দেবে এই বিশ্বকর্মা যোজনা। এই মাসে বিশ্বকর্মা জয়ন্তীতে এই প্রকল্প চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সরকার ১৩,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে।
ঐতিহ্যবাহী কারিগরের জন্য পিএম বিশ্বকর্মা যোজনার আবেদন শুরু হয়েছে গিয়েছে। এই স্কিমের সুবিধা পেতে বেশকিছু নথি থাকতে হবে।
অনলাইনে আবেদন করতে হবে এই স্কিমের জন্য। এই প্রকল্পের অধীনে আধুনিক প্রযুক্তি, সবুজ প্রযুক্তি, ব্র্যান্ড প্রচার, স্থানীয় ও বিশ্ব বাজারের সংযোগ, ডিজিটাল অর্থপ্রদান ও সামাজিক সুরক্ষা সম্পর্কে তথ্য প্রদানের জন্য নতুন উদ্যোগ নেওয়া হবে।
ঐতিহ্যবাহী কারিগরদের সমাজের মূল স্রোতে ফেরানোর জন্য এই উদ্যোগ নিয়েছে সরকার। দেশের কোটি কোটি কারিগরদের জন্য এই প্যাকেজ ডিজাইন করা হয়েছে। সংক্ষেপে পিএম-বিকাস বলা হচ্ছে।
আবেদন করার জন্য ভারতের নাগরিক হতে হবে। বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। আবেদন করার জন্য আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবই, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মোবাইল নম্বর এবং পাসপোর্ট সাইজ ছবি লাগবে।
আবেদন করতে নিম্নলিখিত স্টেপগুলো মেনে চলতে হবে।
1) পিএম বিশ্বকর্মা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে হোমপেজে যেতে হবে।
2) হোম পেজেই লগইন ট্যাব পাবেন,। আপনি CSC – Artisans-এর বিকল্প পাবেন যার উপর আপনাকে ক্লিক করে নিতে হবে।
3) নতুন পেজ ওপেন হলে, যেখানে কিছু তথ্য পূরণ করে দিতে হবে।
4) এখন আপনার আধার যাচাই করে Proceed অপশনে ক্লিক করুন।
5) যেই রেজিস্ট্রেশন ফর্ম খুলবে তাতে আপনার ব্যক্তিগত তথ্য পূরণ করে দিতে হবে।
6) প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করুন, তারপর সাবমিট অপশনে ক্লিক করে দিন।
7) তারপর অ্যাপলিকেশন নম্বর সেভ করুন।