রুশ বিমান হামলা, দফায় দফায় ইউক্রেনে

Published By: Khabar India Online | Published On:

রুশ বিমান হামলা, দফায় দফায় ইউক্রেনে।

দফায় দফায় বিমান হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে। শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোর পর্যন্ত এ হামলা চালায় রুশ বাহিনী। রবিবার ভোরে সামি এবং শেরনিকভ অঞ্চলেও ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এক টেলিগ্রাম বার্তায় কিয়েভ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আরও পড়ুন -  ড্রোন হামলা মস্কোতে, ইউক্রেনকে দায়ী করলো রাশিয়া

স্থানীয় বাসিন্দারা রুশ বার্তা সংস্থা তাসকে জানান,রবিবার ভোর পর্যন্ত কিয়েভসহ আশপাশ এলাকায় বিমান হামলার সাইরেন বাজতে শোনা গেছে। পশ্চিমাদের দেয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব হামলার বেশির ভাগই প্রতিহত করার দাবি করেছে ইউক্রেন।

আরও পড়ুন -  Raimohan Parida: ঝুলন্ত মরদেহ উদ্ধার অভিনেতার

স্থানীয় বাসিন্দারা রুশ বার্তা সংস্থা তাসকে জানিয়েছেন, তারা ৪০ মিনিটের ব্যবধানে কমপক্ষে ৬টি বড় ধরনের বিস্ফোরণের শব্দ পেয়েছেন।অপরদিকে, রবিবার সকালে এক টেলিগ্রাম বার্তায় কিয়েভের কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে রাশিয়ার বিমান হামলার বেশির ভাগ প্রতিহত করতে পেরেছে ইউক্রেন।

আরও পড়ুন -  কালো পোশাকে উঁকি উন্মুক্ত উরু, শীঘ্রই পায়েল রুপোলি পর্দায় কামব‍্যাক করছেন

ছবিঃ সংগৃহীত।