শাকিব-বুবলী, একসাথে

Published By: Khabar India Online | Published On:

শাকিব-বুবলী, একসাথে।

চিত্রনায়ক শাকিব খান এবং চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি। শাকিব খান এবং বুবলীর ছেলে শেহজাদ খান বীরও স্কুলে ভর্তি হয়েছে। ইংরেজি মাধ্যম ইন্টারন্যাশনাল স্কুল (আইএসডি) ঢাকায় ভর্তি করানো হয়েছে বীরকে। বিষয়টি শবনম ইয়াসমিন বুবলী বীরের প্রথম দিনের স্কুল যাত্রার ছবি নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করেছেন বুবলী।

আরও পড়ুন -  4 Girlfriends Pregnant: ৪ বান্ধবী একসঙ্গে প্রেগন্যান্ট ! কারণ জানুন

বুবলী লিখেন, আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার। কারণ আজ আমাদের শেহজাদ বাপজানের স্কুলের প্রথম দিন। এখনো মনে হয় এইতো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছো, আজকে থেকে তুমি স্কুলে পড়, তোমার আবার একটি ক্লাস আইডি নাম্বারও আছে। আলহামদুলিল্লাহ! অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে! সকলেরে নিকট প্রাথনা চেয়ে বুবলী বলেন, সবাই আমার শেহজাদ বাবার জন্য দোয়া করবেন ও আপনাদের ভালোবাসায় রাখবেন।

আরও পড়ুন -  স্মৃতির পাতা ওল্টালেন অভিনেতা মিলিন্দ, ‘বছর ছাব্বিশ আগে’…..

ছবিঃ সংগৃহীত।