Madhumita Sarcar: বক্ষভাঁজ দেখালেন খুব কাজ থেকে, পুরুষ ভক্তদের ঘাম ঝরালেন মধুমিতা

Published By: Khabar India Online | Published On:

টলিউডের এই সময়ে প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে অন্যতম মধুমিতা সরকার (Madhumita Sarcar)। রূপের ছটায় কত অনুরাগী যে পাগল হয়েছেন, তার হিসেব রাখাই কঠিন। সত্যিই! এতই সুন্দর তিনি। শুধুমাত্র সৌন্দর্যেই নয়, তাঁর অভিনয়ের দক্ষতায় প্রথমে ছোট পর্দা এবং পরে বড় পর্দায় নিজের ছাপ রেখেছেন।

বহু প্রশংসাও পেয়েছেন। শুধুই অভিনয় বা সৌন্দর্যের জন্যেই যে এই অভিনেত্রীকে নিয়ে চর্চা হয় তা নয়, স্টাইলিং নিয়েও যথেষ্ট আলোচনা হয়ে থাকে।

আরও পড়ুন -  Ditipriya Roy: উন্মুক্ত নাভিতে নেটজগতে উষ্ণতা ছড়ালেন দিতিপ্রিয়া, আগের ইমেজ এখন অতীত

সামাজিক মাধ্যমে খুব বেশি সক্রিয় টলিপাড়ার এই সুন্দরী। প্রায়ই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের দেওয়ালে দেখা মেলে বিভিন্ন সাজে। বিভিন্ন ঘরানার পোশাকে নিজেকে সাজিয়ে অবতীর্ণ হন জনসমক্ষে। তিনি কখনো ট্র্যাডিশনাল শাড়ি,আবার কখনো পাশ্চাত্য ঘরানার কোনো বোল্ড পোশাক, আবার বিকিনি বা মনোকিনিতেও দেখা গেছে এই অভিনেত্রীকে।

মধুমিতা সামনে এলেই নেটপাড়ায় তৈরি হয় এক আলার ‘সেনসেশন’। তার রূপের ছটায় যেমন ঘায়েল হয় তার অনুরাগীদের একাংশ, আবার তাকে নিয়ে নানা কথাও চলে।

আরও পড়ুন -  বয়েসকে থামিয়ে দিয়েছে শ্রাবন্তী, আবার তাঁর নতুন রূপ দেখে হা হয়ে তাকিয়ে রয়েছে নেটিভক্তরা

সম্প্রতি, বৃষ্টিভেজা সকালে এক আবেদনশীল অবতারে ধরা দিলেন টলি-অভিনেত্রী। স্বল্প পোশাকে তার ক্লোজ-আপ লুকে শরীরের ভাঁজ ধরা দিলো। অভিনেত্রীর ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে কয়েকটি ছবি আপলোড করেছেন। এই ছবিতে তাকে দেখা গেছে কালো রংয়ের অফ শোল্ডার ব্রালেট পরে থাকতে। মুখে নিউড মেকআপ, ঠোঁটে নিউড লিপস্টিক, খোলা চুল, সব কিছু মিলিয়ে তার অভিব্যক্তিতে ফুটে উঠেছে আবেদনশীলতা। পোশাকের ফাঁকে ধরা দিয়েছে তার শরীরের গোপন ভাঁজ।

আরও পড়ুন -  সিরিয়ালে এসেই হিট দিয়েই বেপাত্তা, কমছে টেলি অভিনেত্রীদের তালিকা কেন?

পোস্টের ক্যাপশনে অভিনেত্রী কিছুই লেখেননি। শুধুমাত্র তাসের কার্ডের ইস্কাবন ইমোজি দিয়েছেন। তার এই পোস্ট দেখে তার মুগ্ধতায় ডুব দিয়েছেন তার ভক্তরা। অনেকেই ভালোবাসা এবং আগুনের ইমোজি দিয়ে ভরিয়ে দিয়েছে কমেন্ট বক্স। অনেকে আবার তার রূপের প্রশংসায় হয়েছেন পঞ্চমুখ।

 

View this post on Instagram

 

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar)