আইফোন ব্যবহার নিষিদ্ধ, সরকারি কর্মকর্তাদের

Published By: Khabar India Online | Published On:

আইফোন ব্যবহার নিষিদ্ধ, সরকারি কর্মকর্তাদের।

অ্যাপলের আইফোনসহ অন্যান্য বিদেশি ব্র্যান্ডের ডিভাইস অফিসে ব্যবহার না করা বা অফিসে না আনার নির্দেশ দিয়েছে চীনা কর্তৃপক্ষ সরকারি সংস্থাগুলোর কর্মীদের।

বিদেশি কোম্পানিগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃত করে বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি চীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন। কিন্তু নির্দেশের পরিসর ঠিক কতটা বা কাদের তা মানতে হবে সেটি স্পষ্ট হয়নি।

আরও পড়ুন -  FIFA: ফিফা ফুটবল থেকে ভারতকে নিষিদ্ধ করল

বিশ্লেষকরা বলছেন, এমন সময়ে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে যখন আইফোনের নতুন সিরিজ বাজারে আসছে। এতে বিদেশি কোম্পানিগুলোর মধ্যে চীনে ব্যবসা করা নিয়ে উদ্বেগ সৃষ্টি হতে পারে, এরমধ্যেই চীন ও যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

আরও পড়ুন -  Horoscope: আজ ২৬শে নভেম্বর, রাশিফল দেখুন কি বলছে ?

প্রতিবেদনে অ্যাপল ছাড়া অন্য কোনো বিদেশি ফোন নির্মাতার নাম উল্লেখ করেনি ওয়াল স্ট্রিট জার্নাল। এ বিষয়ে বিস্তারিত জানতে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে চীনা সরকারের হয়ে সাংবাদিকদের ব্রিফ করা সংস্থা স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিসে যোগাযোগ করা হলেও, কোনো মন্তব্য করেনি।

এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি অ্যাপলও। সাম্প্রতিক বছরগুলোতে তথ্য সুরক্ষার বিষয়ে জোর দিয়ে আসছে বেইজিং।

আরও পড়ুন -  Apps: চীনের ৫৪টি অ্যাপ নিষিদ্ধ করার পরিকল্পনা করছে ভারত

বিদেশি কোম্পানিগুলোর জন্য নতুন আইনও তৈরি করেছে। গত মে মাসে স্থানীয় কোম্পানিগুলোকে প্রযুক্তি খাতে স্বনির্ভরতা অর্জনের জন্য মূল ভূমিকা পালন করার আহ্বান জানায় চীন সরকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতাই এর মূল উদ্দেশ্য বলে ধারণা বিশ্লেষকদের।

সূত্রঃ ওয়াল স্ট্রিট জার্নাল। ছবিঃ সংগৃহীত।