Business Idea: শুরু করুন এই ব্যবসা কম বিনিয়োগে, মাসে ভালো টাকা আয় হবে

Published By: Khabar India Online | Published On:

এইসময়ে যতই যোগ্যতা থাকুক না কেন, চাকরি পাওয়া বেশ মুশকিল হয়ে যাচ্ছে। সেই জন্য কম বয়সী যুবক-যুবতীরা এখন বিভিন্ন ব্যবসা বা স্টার্টআপ করার চিন্তা ভাবনা করে দেখছেন।

যেকোনো ব্যবসা শুরু করার আগে ভালো করে ভেবে কি ধরনের ব্যবসা করলে কম বিনিয়োগে বেশি মুনাফা অর্জন করা যাবে। অনেকে ব্যবসা শুরু করার চিন্তাভাবনা করলেও ঠিক মতন আইডিয়া পান না, কি বিষয়ে ব্যবসা শুরু করবে?

আরও পড়ুন -  প্যারা মিলিটারি পরীক্ষাথীদের বিক্ষোভ

অল্প বিনিয়োগ করে এখনকার দিনে অনেক ধরনের ব্যবসা শুরু করা যায়। আজকে এমন কিছু ব্যবসা সমন্ধে আইডিয়া দিতে চলেছি আপনি ব্যাপক লাভবান হবার সুযোগ পারেন। যা ব্যবসা শুরু করবেন আগে বিষয় হল মানুষের চাহিদা বোঝা। এখন ডিজিটাল দুনিয়ায় সকলেই স্মার্টফোন অথবা ল্যাপটপ ব্যবহার করেন।

আরও পড়ুন -  আসছে বড় পরিবর্তন, SBI গ্রাহকদের জন্য দুঃসংবাদ!

সেই কারনে এখনকার দিনে ইলেকট্রনিক জিনিস ঠিক করার দোকান ব্যাপক লাভজনক ব্যবসা।

আজকাল খুব কম খরচে ইলেকট্রিক গ্যাজেট ঠিক করার অনলাইন কোর্স করে নিতে পারেন। কোর্সটি করার পরে, যদি কিছু সময়ের জন্য একটি মেরামত কেন্দ্রে আগে কাজ করে আরও পাকাপোক্ত হয়ে যান। তারপর নিজের দোকান খুলতে পারেন। মাত্র ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা বিনিয়োগ করে আপনি দোকান খুলতে পারেন।

আরও পড়ুন -  "স্বাদে মজার আপেলের ক্ষীর রেসিপি"

ব্যবসা ভালো হলে আরও উন্নত যন্ত্রপাতি কিনে নিতে পারেন। এখন মোবাইল এবং ল্যাপটপ রিপিয়ার করার চার্জ বেশ ভালোই। অথবা কোনো কোম্পানির সার্ভিস সেন্টার হলে আরও বেশি লাভ। এছাড়া জিনিসপত্র সরানোর পাশাপাশি বেশকিছু ছোটোখাটো ইলেকট্রনিক জিনিস রেখে বিক্রি করতে পারেন।