Nigeria: নিহত ৭, মসজিদে বন্দুক হামলা, নাইজেরিয়া

Published By: Khabar India Online | Published On:

নিহত ৭, মসজিদে বন্দুক হামলা, নাইজেরিয়া।

নাইজেরিয়ার রাজ্য কাদুনাতে মসজিদে নামাজরত সময়ে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। তাতে সাতজন নিহত হয়েছেন।

রবিবার আল আরবিয়া এবং রয়টার্সের এক প্রতিবেদন বলা হয়, শনিবার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, রাজ্যের ইকারা স্থানীয় সরকারি এলাকার প্রত্যন্ত সায়া গ্রামে শুক্রবার জুমার নামাজের জন্য জড়ো হলে এ ঘটনাটি ঘটে।

আরও পড়ুন -  Bhojpuri-খেসারি লাল যাদব এবং রানি চ্যাটার্জির মধ্যে রহস্যময় রসায়ন

কাদুনা পুলিশের মুখপাত্র মানসুর হারুনা জানান, বন্দুকধারীর গুলিতে দুইজন গুরুত্বর আহত হয়েছেন। উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রয়টার্সকে সায়া গ্রামের বাসিন্দা হারুনা ইসমাঈল ফোনে জানান, বন্দুকধারীর গুলিতে নামাজরত মধ্যে পাঁচজন নিহত হয়েছেন, বাকি দুজন ছিলেন সাধারণ মানুষ।

আরও পড়ুন -  মা দুর্গা, কিসে আসছেন ? কিসে যাবেন ? বাংলা পঞ্জিকা কি বলছে ?

ছবিঃ সংগৃহীত।