Hiya Dey: ছোট পর্দার ‘পটল কুমার’ হিয়া, হল জটিল অস্ত্রোপচার

Published By: Khabar India Online | Published On:

মহিলাদের মধ্যে ক্রমশ বেড়েই চলেছে ওভারিয়ান সিস্টের সমস্যা। তালিকায় রয়েছেন কিশোরী এবং তরুণীরা। সম্প্রতি অভিনেত্রী হিয়া দে (Hiya Dey)-র শরীরে ধরা পড়ল ওভারিয়ান সিস্ট। দ্রুত তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। এখন তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন হিয়া।

সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ হিয়া। হাসপাতালের বিছানায় শুয়ে ছবি তুলে তা ইন্সটাগ্রামে শেয়ার করেছেন। হিয়ার অসুস্থতার খবর শুনে প্রথমে তাঁর ভক্তদের একাংশ যথেষ্ট উদ্বিগ্ন। এরপরে তাঁর হাসিমুখের ছবি দেখে যথেষ্ট আশ্বস্ত হয়েছেন তাঁরা।

আরও পড়ুন -  অভিনেত্রী Rajsi Verma, অতিরিক্ত সাহসী দৃশ্যে অভিনয় করেছেন, ভক্তদের ঘুম উড়েছে এই দেখে

হিয়ার মা শ্রাবণী দে (Srabani Dey) জানিয়েছেন, তাঁর মেয়ের শরীরে কোনও উপসর্গ দেখা যায়নি। গত শনিবার হিয়ার পেট একটু ফোলা লাগলে শ্রাবণী দেবী মেয়েকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

সেখানে হিয়াকে পরীক্ষা করে জানা যায়,তাঁর ইউটেরাসের পিছন দিকে ইউরেথ্রার উপরে একটি বড় টিউমার হয়েছে।

আরও পড়ুন -  Smartwatch: ওয়ালটনের নতুন স্মার্টওয়াচ ‘টিক’

সাথেই রয়েছে সিস্ট। গত বৃহস্পতিবার অপারেশন করে হিয়ার টিউমার এবং সিস্ট বের করা হয়েছে। মেয়ের বয়স আন্দাজে টিউমারটি যথেষ্ট বড় ছিল। ভয় পেয়েছিলেন শ্রাবণী দেবী। তবে এখন হিয়া সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন।

পঞ্চদশী হিয়া অষ্টম শ্রেণীর ছাত্রী। স্টার জলসার একদা জনপ্রিয় ধারাবাহিক ‘পটলকুমার গানওয়ালা’-য় মুখ্য চরিত্রে অভিনয় করে বিখ্যাত হয়ে উঠেছিলেন হিয়া। শেষবার তাঁকে দেখা গিয়েছিল বাংলা ধারাবাহিক ‘ফেলনা’-য়। অংশুমান প্রত্যুষ (Ansuman Pratyush) পরিচালিত ফিল্ম ‘নির্ভয়া’-য় তের বছরের অন্তঃসত্ত্বা মেয়ের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন।এখন তিনি অভিনয় থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে পড়াশোনা নিয়ে ব্যস্ত।

 

View this post on Instagram

 

A post shared by Hiya Dey (@hiia_dey_official)