দেশের টেলিকম দুনিয়ায় বড় কোম্পানি হলো জিও। সম্প্রতি তারা এয়ার ফাইবার পরিষেবা চালু করার তারিখ ঘোষণা করেছে। এটি হতে চলেছে ওয়ারলেস ইন্টারনেট পরিষেবা। আপনাকে ফাইভ-জি ডেটা সাথে অন্যান্য বড় সুবিধা প্রদান করবে।
গণেশ চতুর্থীর দিন, ১৮ সেপ্টেম্বর এই নতুন পরিষেবা চালু হবে। জিওর এই নতুন এয়ার ফাইবারে নতুন কি কি ফিচার পাবেন।
জিও ও এয়ারটেল উভয়ই তাদের গ্রাহকদের জন্য কিছু প্রিপেইড ও পোস্টপেইড প্ল্যান অফার দেন। এই সমস্ত প্ল্যানের গতি ৩০ এমবিপিএস থেকে ১ জিবিপিএস পর্যন্ত। বিনামূল্যে ওটিটি সাবস্ক্রিপশনের মতো অতিরিক্ত সুবিধে দেওয়া থাকে। জিওর প্রিপেইড মাসিক ফাইবার প্ল্যানগুলো কি রকম?
জিওর ফাইবার প্রিপেইড প্ল্যান তালিকাঃ
- ৩৯৯ টাকার প্ল্যান – জিও কোম্পানির এই প্ল্যানে ৩০ দিনের বৈধতা। সর্বাধিক ৩০ এমবিপিএস এর গতি থাকবে। আনলিমিটেড ডাটা ও ভয়েস কলিং অফার করা হবে এই প্ল্যানের সঙ্গে।
- ৬৯৯ টাকার প্ল্যান – এই প্ল্যান ৩০ দিনের বৈধতা দেবে, সাথেই বিনামূল্যে ভয়েস কলিং ও আনলিমিটেড ইন্টারনেট অ্যাক্সেস সহ ১০০ এমবিপিএস এর গতি থাকবে।
- ৯৯৯ টাকার প্ল্যান – এই প্ল্যানে আপনি পেয়ে যাবেন আনলিমিটেড ডাটা ও কলিং সহ ১৫০ এমবিপিএস এর গতি। জিও টিভি জিও সিনেমা জিও সিকিউরিটি ও জিও ক্লাউডের সম্পূর্ণ এক্সেস পাবেন এই প্ল্যানে।
- ১৪৯৯ টাকার প্ল্যান – এই প্ল্যান আপনারা Netflix jio cinema jiosaavn Amazon Prime Disney + Hotstar সহ ১৮টি অ্যাপের সাবস্ক্রিপশন পাবেন। সাথেই পাবেন ৩০০ এমবিপিএস গতি।
- ২৪৯৯ টাকার প্ল্যান – এই প্ল্যান এর সাথে Netflix jio cinema jiosaavn Amazon Prime Disney + Hotstar সহ ১৮টি অ্যাপের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। আপনি পাবেন ৫০০ এমবিপিএস গতি।
- ৩৯৯৯ টাকার প্ল্যান – এর সাথে থাকবে ৩৫ হাজার জিবি ডেটা। সাথেই পাবেন অতিরিক্ত ৭৫০০ জিবি বোনাস ডাটা। ১ জিবিপিএস গতি পাওয়া যাবে। সমস্ত অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশন পাবেন। এটা হতে চলেছে সবথেকে ভালো অফার।
- ৮৪৯৯ টাকার প্ল্যান – এখানে দেওয়া হবে ১ জিবিপিএস গতিতে ৬৬০০ জিবি ইন্টারনেট। সমস্ত অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশন দেওয়া হবে। যদি বাড়িতে অনেক জন থাকেন, আপনি এই প্লান ব্যবহার করতে পারেন। এই প্ল্যান অত্যন্ত ব্যয়বহুল।