পবন সিং উত্তেজিত হলেন কাজলের ঠুমকা দেখে, ভিডিও ভাইরাল ইন্টারনেট জগতে

Published By: Khabar India Online | Published On:

পবন সিং উত্তেজিত হলেন কাজলের ঠুমকা দেখে, ভিডিও ভাইরাল ইন্টারনেট জগতে।

বলিউডের সাথে টেক্কা নিচ্ছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের থেকে অনেক উন্নতি করেছে ভোজপুরি ছবির। নানান ধরনের ভোজপুরি সিনেমার গানের ভিডিও অথবা ডায়লগ সুপারহিট হচ্ছে সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে।

এখন ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় নানান ভোজপুরি সিনেমার গান এবং ভিডিও। ভোজপুরি ইন্ডাস্ট্রিতে বহু অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নিচ্ছে নেটিজেনদের। তাঁদের সব কিলার এক্সপ্রেশনের ফ্যান লক্ষ লক্ষ মানুষ।

আরও পড়ুন -  IND Vs AUS: হতাশ ক্রিকেটপ্রেমীরা, প্রধান অতিথি দুই দেশের প্রধানমন্ত্রী, বিসিসিআইয়ের টিকিট বিক্রি বন্ধ

ভোজপুরি অভিনেত্রী কাজল রাঘওয়ানি ব্যাপক সুন্দরী তা বলার অপেক্ষা রাখে না। তাঁকে দেখা যেন ভিজুয়াল ট্রিট। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখলে রাতের ঘুম আসবে না।

আরও পড়ুন -  খাটে উঠেছে ঝড়, দরজা বন্ধ করে একা দেখুন আম্রপালি-নিরহুয়ার রোম্যান্স

এই ভিডিওটি হল ভোজপুরি তারকা অক্ষরা সিংয়ের বেডরুম ভিডিও। হ্যাঁ ঠিকই শুনেছেন। এমনই একটি ভিডিও নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক চর্চা হচ্ছে। জানিয়ে রাখি যে, ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি একটি ভোজপুরি মিউজিক ভিডিও।

এই ভোজপুরি মিউজিক ভিডিওতে কাজলের সাথে কাজ করেছেন পবন সিং। গানের নাম ‘চুম্মা লেহবে এক লাখে‘। এখানে তারকা জুটিকে ব্যাপক রোম্যান্স করতে দেখা গেছে। হট রোম্যান্স দেখে উত্তেজিত হয়ে গেছেন তাদের ভক্তরা। এই ভিডিওটি ৬ বছর আগে রিলিজ হয়েছিলো।

আরও পড়ুন -  পবন সিংয়ের ইচ্ছা নেই মোনালিসা জোর করে পর্দায় সাহসী দৃশ্য দেখালেন, নেটদর্শকদের ঘাম পরছে. VIDEO

প্রায় ৯.৪ কোটি মানুষ এই ভাইরাল ভিডিওটি দেখেছেন। সাথে ৩.৩ লাখ মানুষ লাইক করেছেন এবং অনেকে কমেন্ট দিয়েছেন।