Indian Railway: বন্দে ভারত এক্সপ্রেস বনগাঁ থেকে দীঘায় ছুটবে, ভারতীয় রেলের সিদ্ধান্ত

Published By: Khabar India Online | Published On:

পশ্চিমবঙ্গে চলছে বন্দে ভারত এক্সপ্রেসের ঝড়। ইতিমধ্যে কয়েকটি রুটে পরিষেবা দিচ্ছে সেমি বুলেট ট্রেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, শীঘ্রই আরও একটি বন্ধে ভারত এক্সপ্রেস পেতে চলেছে পশ্চিমবঙ্গ। এই সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকে ট্রেনটির সম্ভাব্য রুট নিয়ে জল্পনা শুরু হয়েছে মিডিয়া জগতে।

বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ যে নতুন বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে, সীমান্তবর্তী এলাকা বনগাঁ থেকে দীঘা পর্যন্ত চালানো হবে। এমনটাই দাবি করা হয়েছে বিভিন্ন মিডিয়ার তথ্যে।

আরও পড়ুন -  Tapsi Pannu: তাপসীর আক্ষেপ, সেরা তিনে না থাকায়

সীমান্ত শহর বনগাঁ থেকে দিঘা পর্যন্ত একটি বন্দে ভারত ট্রেন চালানোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। জানা গিয়েছে, ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে এ ব্যাপারে সরাসরি কথা বলেছেন বিধায়ক অশোক কীর্তনীয়া।

আরও পড়ুন -  Titliyaan Part 2: প্রেম না প্রতিশোধ? উল্লু অ্যাপের সাহসী সিরিজে রয়েছে তীব্র চমক

তিনি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এ বিষয়ে ইতিমধ্যে প্রাথমিকভাবে সম্মতি মিলেছে রেল মন্ত্রণালয়ের। আরও বলেন, প্রতিদিন বনগাঁ সীমান্ত দিয়ে হাজার হাজার বাংলাদেশিরা প্রবেশ করেন ভারতে। যাদের একটি বিরাট অংশ ভ্রমণের উদ্দেশ্যে ভারতে আসেন।

২৪ পরগনা জেলা থেকেও হাজার হাজার মানুষ বেড়াতে যান দিঘাতে। এই কারণে ট্রেনের এই সম্ভাব্য রুটটি যাত্রীদের জন্য বিশেষভাবে আকর্ষণীয় হবে।

আরও পড়ুন -  Monami Ghosh: চাবুক ফিগারে বাঁধনভাঙা মনামী, ডিপনেক ব্লাউজের ফাঁকে উপচানো যৌবন

বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, বনগাঁ থেকে দীঘার উদ্দেশ্যে নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালানো হয়, সেক্ষেত্রে প্রস্তাবিত ট্রেন বনগাঁ থেকে ছাড়ার পর হাবড়া, বারাসত, দমদম, ডানকুনি এবং পাঁশকুড়া হয়ে দিঘা পৌঁছাবে। রেলমন্ত্রণালয়ের তরফ থেকে এমন রুট তৈরি করা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।