৬ পাইলট নিহত, ইউক্রেনে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে

Published By: Khabar India Online | Published On:

একসঙ্গে দু’টি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন পূর্ব ইউক্রেনে একটি মিশনে যোগ দেয়ার সময়। ইউক্রেনের সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্ট জানিয়েছে, নিহত সবাই পাইলট ছিলেন। বিধ্বস্তের কারণ জানা যায়নি।

বুধবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে সেনাবাহিনী হেলিকপ্টার বিধ্বস্তের ব্যাপারে বলেছে, ‘ইউক্রেনের ছয় সেনা রাশিয়ার দখলকৃত বাখমুত শহরের কাছে একটি মিশন চালানোর সময় নিহত হয়েছেন।’

আরও পড়ুন -  মদন মিত্রের হাত ধরে আসছে ‘ দুয়ারে শুকনো খাবার ’, নতুন প্রকল্প

হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে গত মঙ্গলবার। এ ব্যাপারে জানানো হয় বুধবার। কী কারণে একসঙ্গে সেনাবাহিনীর ব্যবহৃত দুটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হলো সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

স্থানীয় সংবাদমাধ্যম ইউক্রেইনস্কা প্রাভাডা জানিয়েছে, ক্রামাতোর্সকে এই হতাহতের ঘটনা ঘটেছে। দোনেৎস্ক অঞ্চলের বিধ্বস্ত শহর বাখমুতের পূর্ব দিকে অবস্থিত। গত বছর রাশিয়ার হামলার পর সেখানে দীর্ঘ সময় দুই দেশের সেনাদের মধ্যে প্রচণ্ড লড়াই হয়েছে।

আরও পড়ুন -  Monkeypox: প্রথম মৃত্যু মাঙ্কিপক্সে কেরালায়

সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুটি হেলিকপ্টার পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয়েছে।

ইউক্রেনের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য কিয়েভ ইনডিপেনডেন্ট জানিয়েছে, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যারা নিহত হয়েছেন তারা সবাই পাইলট ছিলেন। বিধ্বস্তের কারণ জানা যায়নি।

আরও পড়ুন -  High Blood Pressure: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কিছু খাবার আছে, আসুন জেনে নিই

জোড়া হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়টি এখন তদন্ত করা হচ্ছে। ইউক্রেনীয় সেনাবাহিনী এখন পর্যন্ত জানায়নি, রুশ বাহিনী গুলি করে ভূপাতিত করেছে কিনা।

ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাসপিলনেকে বিমানবাহিনীর মুখপাত্র ইয়েভহেন রাকিতা জানিয়েছেন, ওই দুটি হেলিকপ্টারে যারা ছিলেন তারা সবাই কর্মকর্তা ছিলেন। নিরাপত্তাজনিত কারণে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

সূত্র ও ছবিঃ আল জাজিরা।