Raksha Bandhan: কবে রাখি বাঁধার সবথেকে ভালো সময়?

Published By: Khabar India Online | Published On:

ভাই-বোনের মধ্যে রাখি বন্ধন এর উৎসব দারুন জনপ্রিয়। এই উৎসব ব্যাপক আড়ম্বরের সাথে পালিত হয় ভারতের প্রত্যেকটি বাড়িতে। বোনেরা তার ভাইদের কব্জিতে রাখি বেঁধে তার জন্য মঙ্গল কামনা করেন।

সাথে রাখি বাঁধার পর উপহার দেওয়ার সময় ভাই সবসময় বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন। হিন্দু ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা তিথিতে ভাই বোনের স্নেহের প্রতীক রক্ষা বন্ধন রাখির উৎসব পালন করা হয়। এবারে রাখি বন্ধন এর উৎসব পালিত হতে চলেছে ৩০ ও ৩১ আগস্ট দুই দিন।

আরও পড়ুন -  New Guests: পরিবারে আসছে নতুন অতিথি, হিল্লোল-নওশীনের

এই বছর পূর্ণিমা তিথি ৩০ আগস্ট সারাদিন ও ৩১ আগস্ট সকাল ৭:০৫ পর্যন্ত থাকবে। ৩০ আগস্ট ভাদ্র থাকবে সকাল ১০:৫৮ থেকে রাত ৯:২ পর্যন্ত থাকবে রাখি বন্ধন উৎসব। বৈদিক জ্যোতিষ অনুসারে রাখিবন্ধনের সব থেকে ভালো মুহূর্ত এই ভাদ্র। এই সময়ের মধ্যে যদি রাখি বাঁধা হয় তাহলে সব থেকে ভালো বলে মনে করা হয়।

আরও পড়ুন -  Web Series: সাহসী ওয়েব সিরিজ "মালতি-২" নিয়ে উল্লুতে আলোড়ন, ভারতী ঝাঁ-এর উষ্ণ অভিনয় নজর কেড়েছে

যদি আপনি হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে এই অনুষ্ঠান পালন করেন তাহলে এই সময়ের মধ্যে রাখি বাঁধার চেষ্টা করবেন।

হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে এই বছরের ৩০ আগস্ট শ্রাবণ পূর্ণিমার তিথিতে ভদ্রকাল আরম্ভ হচ্ছে। শাস্ত্র অনুসারে রাখি বন্ধনের জন্য বিশেষ কোনো উৎসব চিহ্নিত নেই। এই ভাদ্র কালে রাখি বাঁধতে হয়। শ্রাবণ পূর্ণিমার তিথিতে যদি আপনি রাখি বাঁধেন তাহলে দুপুর বেলার সময়টা সবথেকে ভালো। সবদিক থেকে বিচার করলে যদি আপনি বিকেলে রাখি বাঁধেন আজকে তাহলে সব থেকে ভালো। আজকে দুপুর বেলার দিকে কোন ভালো মুহূর্ত নেই, বিকেলে একটা ভালো মুহূর্ত আসছে। আপনি আগামীকাল সকাল ৭ টা ৫ এর মধ্যেও রাখি বাঁধতে পারেন।

আরও পড়ুন -  Building Collapse In Mumbai: নিহত বেড়ে ১৯, মুম্বাইয়ে চারতলা ভবন ধ্বসে