সেন্ট পিটার্সবার্গে সমাহিত হলেন প্রিগোজিন

Published By: Khabar India Online | Published On:

সেন্ট পিটার্সবার্গে সমাহিত হলেন প্রিগোজিন।

প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে অন্ত্যেষ্টিক্রিয়া কঠোর নিরাপত্তার মধ্যে সেন্ট পিটার্সবার্গের কাছে একটি ব্যক্তিগত সমাধিস্থলে সমাহিত করা হয়েছে। ভাগনারের প্রেস সার্ভিসের তথ্য অনুযায়ী, খবরটি নিশ্চিত করেছে আল-জাজিরা।

প্রিগোজিনের প্রেস সার্ভিস মেসেজিং অ্যাপ টেলিগ্রামে এক বিবৃতিতে বলেছে, ‘যারা বিদায় জানাতে ইচ্ছুক তারা পোরোখভসকোয়ে সমাধিস্থলে যেতে পারেন।’

আরও পড়ুন -  USA: ইরানি ড্রোন–বিশেষজ্ঞরা ক্রিমিয়ায়, রাশিয়াকে সাহায্য করতেঃ যুক্তরাষ্ট্র

আগে আনুষ্ঠানিক জেনেটিক বিশ্লেষণের মাধ্যমে মস্কোর ভাড়াটে সেনা গ্রুপ ভাগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল রাশিয়া।

ক্রেমলিন আগেই জানিয়েছিলো যে, প্রিগোজিনের শেষকৃত্যে যোগ দেয়ার কোনও পরিকল্পনা নেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এ খবর মঙ্গলবার (২৯ আগস্ট) নিশ্চিত করেছিলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

আরও পড়ুন -  চারু-বাক

দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, পরিকল্পিত অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা সম্পর্কে ক্রেমলিনের কাছে কোনও তথ্য নেই।এটি প্রিগোজিনের পারিবারিক বিষয়।

প্রসঙ্গত, প্রিগোজিনকে বহনকারী জেট বিধ্বস্ত হয়ে গত বুধবার তিনি মারা যান। রাশিয়ার সামরিক কমান্ডারদের বিরুদ্ধে বিদ্রোহ করার দুই মাস পরে প্রাণ হারান তিনি। ওই বিদ্রোহের সময় ওয়াগনার যোদ্ধারা রাশিয়ার দক্ষিণের শহর রোস্তভের নিয়ন্ত্রণ নেয় ও মস্কোর দিকে অগ্রসর হয়।পরে পার্শ্ববর্তী একটি দেশের মধ্যস্ততায় বিদ্রোহে শান্তিপূর্ণ সমাধান হয়।

আরও পড়ুন -  Dirty Bomb: রাশিয়াকে সতর্কবার্তা পশ্চিমের, ইউক্রেনের ‘ডার্টি বোমা’ ব্যবহারের অজুহাতের বিরুদ্ধে

ছবিঃ সংগৃহীত।