এখনকার সময়ে ব্যাঙ্ক পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্বীকার করা যায় না। বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কাজ করতে মানুষ ব্যাঙ্কে যায়। হঠাৎ করে যদি ব্যাঙ্ক বন্ধ হয় তাহলে খুব সমস্যায় পরতে হয় সাধারণ মানুষকে।
টাকার জোগাড় না হলে বড়ই অসহায় পড়ে মানুষ। সকলকে আগে থাকতে জেনে রাখা উচিত তার শহরে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে। সেই তথ্য থাকলে মানুষ আগে থাকতেই ব্যাংকে গিয়ে টাকার ব্যবস্থা করে নিতে পারবেন।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুসারে, শনি এবং রবিবারসহ আগস্ট মাসে মোট ১৬ দিন ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। সেপ্টেম্বর মাসে ৪ টি রবিবার রয়েছে, দ্বিতীয় ও চতুর্থ রবিবারগুলি ব্যাংক ছুটির দিন। এই ৬ টি সারা দেশে ছুটি নির্দিষ্ট করা হয়েছে। এই ছুটির কিছু দেশজুড়ে ব্যাঙ্কগুলিতে প্রযোজ্য হবে, যখন কিছু নির্দিষ্ট রাজ্য ও অঞ্চলগুলিতে প্রযোজ্য হবে৷ ব্যাঙ্কগুলি প্রতি মাসের প্রথম ও তৃতীয় শনিবার খোলা থাকে। কিন্তু ১৬ দিন ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইন পরিষেবা যেমন Google Pay, Phone Pay, Paytm, ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবাগুলি একই ভাবে চালু থাকবে।
সেপ্টেম্বর মাসে ব্যাঙ্ক ছুটির দিনগুলিঃ
1) সেপ্টেম্বর 6, 2023: শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী-উড়িষ্যা, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ ebong বিহারে ব্যাঙ্কগুলি বন্ধ।
2) 7 সেপ্টেম্বর, 2023: জন্মাষ্টমী ও শ্রী কৃষ্ণ অষ্টমী: গুজরাট, মধ্যপ্রদেশ, চণ্ডীগড়, সিকিম, রাজস্থান, জম্মু, বিহার, ছত্তিশগড় ও ঝাড়খণ্ড, মেঘালয়, হিমাচল প্রদেশ ও শ্রীনগরে ব্যাঙ্কগুলি বন্ধ রয়েছে৷
3) 8 সেপ্টেম্বর, 2023: G20 সভা: দিল্লিতে ব্যাঙ্ক বন্ধ।
4) 18 সেপ্টেম্বর, 2023: বর্ষসিদ্ধি বিনায়ক ব্রত ও বিনায়ক চতুর্থী: কর্ণাটক ও তেলেঙ্গানায় ব্যাঙ্কগুলি বন্ধ।
5) সেপ্টেম্বর 19, 2023: গণেশ চতুর্থী-গুজরাট, মহারাষ্ট্র, উড়িষ্যা, তামিলনাড়ু ও গোয়াতে ব্যাঙ্কগুলি বন্ধ।
6) 20 সেপ্টেম্বর, 2023: গণেশ চতুর্থী (২য় দিন) ও নুয়াখাই: উড়িষ্যা ও গোয়ায় ব্যাঙ্কগুলি বন্ধ।
7) 22 সেপ্টেম্বর, 2023: শ্রী নারায়ণ গুরু সমাধি দিবস-কেরালায় ব্যাঙ্কগুলি বন্ধ।
8) 23 সেপ্টেম্বর, 2023: চতুর্থ শনিবার ও মহারাজা হরি সিংয়ের জন্মদিন- জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ।
9) 25 সেপ্টেম্বর, 2023: শ্রীমন্ত শঙ্করদেবের জন্মবার্ষিকী-আসামে ব্যাঙ্কগুলি বন্ধ।
10) 27 সেপ্টেম্বর, 2023: মিলাদ-ই-শেরিফ (নবী মোহাম্মদের জন্মদিন)- জম্মু এবং কেরালায় ব্যাঙ্ক বন্ধ।
11) সেপ্টেম্বর 28, 2023: ঈদ-ই-মিলাদ বা ঈদ-ই-মিলাদুন্নবী (নবী মোহাম্মদের জন্মদিন)- গুজরাট, মিজোরাম, মহারাষ্ট্র, কর্ণাটক, তানিল নাড়ু, উত্তরা খণ্ড, তেলেঙ্গানা, মণিপুর, উত্তর প্রদেশ, নতুন দিল্লিতে ব্যাঙ্ক বন্ধ রয়েছে , ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড।
12) 29 সেপ্টেম্বর, 2023: ঈদ-ই-মিলাদ-উল-নবীর পরে ইন্দ্রযাত্রা ও শুক্রবার- সিকিম, জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্কগুলি বন্ধ।