Pan Card Update: খুশির জায়গা নেই প্যান কার্ডধারীদের, নতুন নিয়ম কার্যকর হয়েছে

Published By: Khabar India Online | Published On:

Pan card update: খুশির জায়গা নেই প্যান কার্ডধারীদের, নতুন নিয়ম কার্যকর হয়েছে।

প্যান কার্ড রয়েছে তাদের জন্য রয়েছে একটা খবর। ভারতে প্যান কার্ড একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। যারা এখনো পর্যন্ত তাদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করেননি। একটি নতুন নির্দেশিকা জারি করেছে ভারতের আয়কর দপ্তর। বিস্তারিত জেনে নিন।

আরও পড়ুন -  কারিনা কাপুরকেও টেক্কা দিলেন এই যুবতী ‘ফেভিকল সে’ গানে, ভিডিও চালু হতেই উচ্ছ্বসিত নেটদর্শকরা

যদি প্যান কার্ড থাকে ও সেটি বাতিল হয়ে যায় তাহলে আর নতুন করে চিন্তা করার কোন দরকার নেই। এখন সহজেই আপনার প্যান কার্ড আবারও চালু করতে পারবেন। আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে। প্যান কার্ড চালু না হলে আর্থিক কাজকর্ম আটকে যেতে পারে। আপনার সমস্ত গুরুত্বপূর্ণ কাজকর্ম বন্ধ হয়ে যাবে যদি আয়কর দপ্তর প্যান কার্ড বাতিল করে দেয়।

আরও পড়ুন -  Bodyguard Angry: সলমন খানের সাথে শাহনাজ গিলের অশ্লীলতা দেখে রেগে আগুন বডিগার্ড

আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার জন্য আয়কর বিভাগ একটা শেষ তারিখ নির্ধারণ করেছিল। বহু মানুষ গাফিলতি করেছেন, সেই কারণে অনেকের প্যান কার্ড বাতিল হয়েছে। এ কারণে অনেকেই এখন বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন।

আরও পড়ুন -  ভারত সরকার, Facebook সহ সোশ্যাল মিডিয়া সংস্থাকে সতর্ক করল

যদি বাতিল করা প্যান কার্ড থাকে তাহলে আর দেরি করবেন না এটিকে সক্রিয় করতে। আপনাকে প্রথমে ১ হাজার টাকা জরিমানা দিতে হবে। আবেদন করার প্রায় এক মাস পরে আপনার প্যান কার্ড আবার সক্রিয় হবে। তখন আপনি আপনার সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন।