Pan Card Update: খুশির জায়গা নেই প্যান কার্ডধারীদের, নতুন নিয়ম কার্যকর হয়েছে

Published By: Khabar India Online | Published On:

Pan card update: খুশির জায়গা নেই প্যান কার্ডধারীদের, নতুন নিয়ম কার্যকর হয়েছে।

প্যান কার্ড রয়েছে তাদের জন্য রয়েছে একটা খবর। ভারতে প্যান কার্ড একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। যারা এখনো পর্যন্ত তাদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করেননি। একটি নতুন নির্দেশিকা জারি করেছে ভারতের আয়কর দপ্তর। বিস্তারিত জেনে নিন।

আরও পড়ুন -  Salman Khan-Mia Khalifa: সালমান খান ও মিয়া খলিফা, পর্দায় এক সাথে!

যদি প্যান কার্ড থাকে ও সেটি বাতিল হয়ে যায় তাহলে আর নতুন করে চিন্তা করার কোন দরকার নেই। এখন সহজেই আপনার প্যান কার্ড আবারও চালু করতে পারবেন। আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে। প্যান কার্ড চালু না হলে আর্থিক কাজকর্ম আটকে যেতে পারে। আপনার সমস্ত গুরুত্বপূর্ণ কাজকর্ম বন্ধ হয়ে যাবে যদি আয়কর দপ্তর প্যান কার্ড বাতিল করে দেয়।

আরও পড়ুন -  সঞ্চয় অ্যাকাউন্টে লেনদেনের সীমা ও আয়কর নোটিশ সংক্রান্ত তথ্য

আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার জন্য আয়কর বিভাগ একটা শেষ তারিখ নির্ধারণ করেছিল। বহু মানুষ গাফিলতি করেছেন, সেই কারণে অনেকের প্যান কার্ড বাতিল হয়েছে। এ কারণে অনেকেই এখন বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন।

আরও পড়ুন -  Viral: নববধূ নিজের বরের উদ্দেশ্যে নৃত্য করলেন ‘তেরি ওর’এর তালে, নেটজনতা বেশ মজেছে

যদি বাতিল করা প্যান কার্ড থাকে তাহলে আর দেরি করবেন না এটিকে সক্রিয় করতে। আপনাকে প্রথমে ১ হাজার টাকা জরিমানা দিতে হবে। আবেদন করার প্রায় এক মাস পরে আপনার প্যান কার্ড আবার সক্রিয় হবে। তখন আপনি আপনার সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন।