সুন্দরীর তীক্ষ্ণ শরীরে পিছলে পড়ল খেসারি লাল ‘আম লে লে’ বিক্রেতার সামনে, ভাইরাল ভিডিও

Published By: Khabar India Online | Published On:

সুন্দরীর তীক্ষ্ণ শরীরে পিছলে পড়ল খেসারি লাল ‘আম লে লে’ বিক্রেতার সামনে, ভাইরাল ভিডিও।

এখন বলিউডের সাথে পাঙ্গা নিচ্ছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। নানান ভোজপুরি সিনেমার গানের ভিডিও অথবা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হচ্ছে সোশ্যাল মিডিয়ার জগতে।

বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় নানান ধরনের ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। ভোজপুরি ইন্ডাস্ট্রিতে বহু অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নিচ্ছে নেটভক্তদের।

আরও পড়ুন -  France: ফ্রান্সে বিতর্কিত পেনশন বিল অনুমোদন, বিক্ষোভের মধ্যেই

ভোজপুরি ইন্ডাস্ট্রিতে অত্যন্ত পরিচিত অভিনেত্রী শিল্পী রাজ তার সৌন্দর্যের সাথে চমৎকার অভিনয়ের জন্য বেশ পরিচিত। প্রত্যেকটি চরিত্র মানুষের এতটাই পছন্দ হয় যে,তার কতটা জনপ্রিয়তা রয়েছে। তার অভিনীত যে কোন গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে হয়ে যায় ব্যাপক ভাইরাল।

আরও পড়ুন -  Bhojpuri Song: নীরাহুয়ার সঙ্গে ঘনিষ্ঠ অভিনেত্রী মধু প্রবল বর্ষণে, ইন্টারনেটে ছড়াল ভিডিও

সাথে আসে প্রচুর ভিউস।এই অভিনেত্রীর যে কোন গানের ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথেই ভিউ আসতে শুরু করে কোটি কোটির ঘরে। দিনেশ লাল যাদব থেকে শুরু করে খেসারি লাল যাদব পর্যন্ত সমস্ত ভোজপুরি তারকাদের সাথে কাজ করা হয়ে গেছে।

আরও পড়ুন -  শ্বেতা শর্মার শরীরে অল্প জামাকাপড়, ভোজপুরি অভিনেত্রীর ভিডিও তোলপাড় করছে নেটদুনিয়া

সম্প্রতি খেসারি লাল যাদব ও শিল্পী রাজের একটি মিউজিক ভিডিও ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল। ভাইরাল ভিডিওটির নাম- ‘আম কি স্বাদ‘। এখানে খোলা বাজারে এই তারকা জুটি ব্যাপক রোম্যান্স দেখিয়েছেন। ভিডিওটি যদি আপনি দেখেন রাতের ঘুম আসবে না। ভোজপুরি মিউজিক ভিডিওটি মাত্র ২ সপ্তাহ আগে পোস্ট করা হয়।