মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয়ের সুযোগ পেল মিষ্টি!

Published By: Khabar India Online | Published On:

২৫ শে বৈশাখ বা ২২ শে শ্রাবণ, রবিঠাকুর বিজড়িত যেকোনো দিনেই একটা রাবীন্দ্রিক অনুভূতি কাজ করে। কবিগুরুর রচিত কোনো গান হোক অথবা কবিতা, নাটক থেকে উপন্যাস, সবকিছু রয়েছে বাঙালির মনের বৈকুণ্ঠে।

রবীন্দ্রনাথের বিখ্যাত উপন্যাস হল ‘কাবুলিওয়ালা’। এই গল্পকে আগেও চিত্রনাট্যের রূপ দেওয়া হয়েছিলো। আবার নতুন ভাবে রুপোলি পর্দায় আসছে কাবুলিওয়ালা।

জানা গেছে, ‘কাবুলিওয়ালা’ ছবিতে দেখা যাবে বাংলা চলচ্চিত্র জগতের প্রবাদপ্রতিম অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)-কে। ছবির কাবুলিওয়ালার চরিত্রে দেখা যাবে।জানা গেছে, টলিউডের বিখ্যাত পরিচালক সুমন ঘোষ এই ছবির পরিচালনা করবেন।

আরও পড়ুন -  Petrol Price: কলকাতায় কত পেট্রোলের দাম? আপডেট দেখুন

ছবির একটি ঝলক দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। এই গল্পের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হল ‘মিনি’। কাবুলিওয়ালার সঙ্গে এই ছোট্ট মেয়েটির ভালোবাসার সম্পর্কে তৈরি হয়েছে গল্পটি। এই চরিত্রে কোন শিশুশিল্পীকে দেখা যাবে, চলছে জল্পনা।

আরও পড়ুন -  Love: কার্তিক প্রেম করছেন, হৃতিকের বোনের সঙ্গে!

সব জল্পনার মেঘ কাটিয়ে জানা গেল শিশুশিল্পীর নাম। জানা গেছে, জি-ব্যাংকার মিঠাই ধারাবাহিকে অভিনয় করা শিশুশিল্পী অনুমেঘা কাহালি (Anumegha Kahali)-কে দেখা যাবে। ‘মিনি’ চরিত্রে অভিনয় করতে।

উল্লেখ্য, এই খুদে শিল্পী মিঠাই ধারাবাহিকে মিষ্টির চরিত্রে অভিনয় করেছিল। সেই অভিনয় যেন আজ ধারাবাহিক শেষের পরেও রয়ে গেছে দর্শকদের কাছে। আবার সে দর্শকদের মন জয় করতে আসছে ‘কাবুলিওয়ালা’ ছবিতে।

আরও পড়ুন -  দিনের আলোয়, পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই!

প্রসঙ্গত, বহু বছর আগে ‘কাবুলিওয়ালা’ গল্পকে নিয়ে কাজ হয়েছিল বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে। ১৯৫৭ সালে মুক্তি পেয়েছিল ‘কাবুলিওয়ালা’ ছবিটি। সাদাকালো ফ্রেমে সেই সময় মুক্তি পায়। তপন সিনহা পরিচালনা করেন এই ছবির। ছবিতে কাবুলিওয়ালার চরিত্রে দেখা গিয়েছিল ছবি বিশ্বাসকে। ওই সিনেমায় মিনি চরিত্রে অভিনয় করেছিলেন শর্মিলা ঠাকুরের দিদি ঐন্দ্রিলা ঠাকুর। এখন অপেক্ষা।