ঝাড়খন্ড অ্যামেচারের জুনিয়রস জাতীয় কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে সুযোগ এই প্রত্যন্ত গ্রামের খুদে খেলোয়াড়ের

Published By: Khabar India Online | Published On:

সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ  ঝাড়খন্ড অ্যামেচারের জুনিয়রস জাতীয় কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে সুযোগ এই প্রত্যন্ত গ্রামের খুদে খেলোয়াড়ের।

ঝাড়খন্ড অ্যামেচার কিকবক্সিং অ্যাসোসিয়েশন তরফ থেকে আয়োজন করা হয়েছে ওয়াকো ইন্ডিয়া চিলড্রেন, ক্যাডেট এবং জুনিয়রস জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ। সুযোগ মিলেছে প্রত্যন্ত গ্রামীণ সীমান্তবর্তী এলাকার খুদে দেবাশীষ রায়ের। এই বিষয় জানা যায় শিলিগুড়ি মহকুমার অন্তর্গত জালাস নিজামতারা অঞ্চলের রাবভিটা গ্রামের বাসিন্দা দেবাশীষ রায়।ছোটো থেকে তার কিকবক্সিং খেলার উপর ঝোঁক ছিল।  উল্লেখ্য একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করবার পাশাপাশি কিকবক্সিং কোচিং করতেন।

আরও পড়ুন -  Buddhadeb Bhattacharya: অশোককে ফোন বুদ্ধদেব ভট্টাচার্য’র, পুরভোটে লড়তে

এর পর এই ধীরে ধীরে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রীতিমত সাফল্য লাভ করে। প্রসঙ্গত দার্জিলিং কালিম্পং সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে পুরস্কার জিতেছে। আগামী ২৩ তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাওয়া প্রতিযোগিতা যা রাচি ঝাড়খন্ডে হবে , তার জন্য অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নিয়েছে। তার সুযোগ পাওয়ার এই খবর সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়তেই আনন্দে মাতোয়ারা গোটা গ্রাম। ওই স্থানের সাধারণ মানুষ থেকে আত্মীয়-স্বজন সকলেই তাকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে আসছেন। তার মা মানি রায় এই বিষয়ে জানান, ছেলের ইচ্ছে ছিল কিকবক্সিং খেলার ,তাকে বাধা না দিয়ে কোচিং ভর্তি করে দিয়েছিলাম।এরপরে ধীরে ধীরে তার সাফল্য, আমাদের কাছে আনন্দিত হবার বিষয়।আগামীতে যতদূর পারবো তার সফলতার পিছনে সহযোগিতা করব। বাবা মার সন্তান আরো এগিয়ে যাক এটাই চাইবো।

আরও পড়ুন -  Humanity: দন্ত চিকিৎসকের মানবতার নজির, বিনামূল্যে রোগী দেখার কাজ করে চলেছেন

অন্যদিকে তার বাবা রতন রায় জানান গর্বের বিষয়ে আমার ছেলে এত সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে। আগামী দিনে তার পাশে থাকবো এবং তার মনোবলকে আরো শক্তিশালী করে তার এই খেলার সফলতা এগিয়ে যাক এটাই কামনা করি। প্রসেনজিৎ রায় কোচ এই বিষয়ে জানান এভাবে একটি শিশুদের প্রশিক্ষণ দিতে পেরে আমি গর্বিত তারা সফলতা এনে দিচ্ছে আগামী দিনে এভাবে গ্রামীণ এলাকার যে শিশুদের মধ্যে প্রতিভা রয়েছে তা প্রমাণ করে দিল। দেবাশীষের রায়ের মত একজন ছোট্ট কিক বক্সিং খেলোয়াড় আগামী দিনে সে আরো সফলতা অর্জন করুক এটাই আশা করি।

আরও পড়ুন -  করোনাভাইরাস বিধিকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে, হোটেলে পার্টি, গ্রেফতার ৪১ !