সুন্দরী যুবতীর জোরদার নাচ ‘কিসি ডিস্কো মে যায়ে’ গানে, রবিনা ট্যান্ডন হেরে গেলেন

Published By: Khabar India Online | Published On:

সিনেমা হলে ১৯৯৮-তে ‘বাড়ে মিয়া ছোট মিয়া’ মুক্তি পেয়েছিল। বড়পর্দায় গোবিন্দ এবং রবীনা ট্যান্ডনের সাথে। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন বলিউডের অমিতাভ বচ্চন এবং রাম্যা কৃষ্ণান। দর্শকদের কাছে হিট হয়েছিলো এই ছবি।

ছবির প্রতিটি গানই দারুন জনপ্রিয় সাধারণ দর্শকদের কাছে। তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় গান ‘কিসি ডিস্কো মে যায়ে’। এই গানের তালে পর্দায় রবীনা ট্যান্ডন এবং গোবিন্দার দেখা গিয়েছিলো। এখনোও দর্শকদের কাছে এই গানের জনপ্রিয়তা রয়েছে।

আরও পড়ুন -  রাজ্যপাল থেকে উপরাষ্ট্রপতি, কে এই ধনকড়?

সম্প্রতি উল্লেখ্য এই গানের তালেই তাল মিলিয়ে একাংশের মাঝে চর্চিত আলিশা।

সম্প্রতি আলিশার নাচের এই ঝলক নিজের অফিসিয়াল ইনস্টা পেজ থেকেই শেয়ার করে নিয়েছিলেন। এদিন খোলা চুলে, ফ্লোরাল প্রিন্টের শাড়িতেই তার লুক সেট করেছিলেন। একে বাড়ে কোমরে আঁচল গুঁজে এদিনের রিল বানিয়েছিলেন। সাথে মানানসই অলংকারে দক্ষ নৃত্য পরিবেশন করেছিলেন।

আরও পড়ুন -  Husband Extramarital Affair: স্বামীর পরকীয়া হাতেনাতে ধরলেন স্ত্রী, তারপর যা কান্ড ঘটল...

এই ঝলকের সুত্রেই নেটদর্শকদের একাংশের কাছে বিপুল প্রশংসা কুড়িয়েছেন। অনেকে হৃদয়ের ইমোজিতে কমেন্টবক্স ভরিয়েও দিয়েছেন তারা।

এমন বহুজন আছেন, যারা সময় এবং সুযোগের অভাবে হারিয়ে গেছেন নিজের প্রতিভাকে প্রকাশ করতে না পেরে। সেইসমস্ত মানুষের কাছে নিজের প্রতিভাকে পৌঁছে দেওয়ার একটি পথ খুঁজে দিয়েছে সোশ্যাল মিডিয়া।

আরও পড়ুন -  উড়ছে তৃণমূলের জয় ধ্বজা, কলকাতার পুরসভার ভোটে ফের জয় ঘরের মেয়ে তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা এখন নিমেষে একাংশ পৌঁছে যাচ্ছেন বহু মানুষের সামনে তাদের প্রতিভা নিয়ে। এক্ষেত্রে নিরাশ হন না কেউই। যদি কেউ সত্যিই প্রতিভাবান হন তাহলে। সেক্ষেত্রে ইনস্টাগ্রাম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়েছে তাদের কাছে।